দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত ‘তলব পেয়েও ফিরতে নারাজ কূটনীতিকরা’ শীর্ষক প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘দৈনিক কালবেলা’ পত্রিকার গত ১৭ মার্চ প্রকাশিত উক্ত প্রতিবেদনটির প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ঢাকায় ফেরার নোটিশ পাওয়া একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছিল, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বিধান না থাকায় বর্তমান সরকারের কোনো আদেশ তারা মানতে রাজি নন।’ ওই কর্মকর্তার বরাতে আরও উল্লেখ করা হয়, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ চালিয়ে নিতে দেশে আমরা যাব না। দেশে গেলেই আমাদের নানা ভাবে হয়রানি করা হবে। এছাড়া দেশে ফিরলে জীবনের ঝুঁকি রয়েছে, তাই দেশে ফিরে যাব না।’
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান সম্পন্ন করে নিশ্চিত হওয়া গেছে যে, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের কোনো কর্মকর্তা এ ধরনের কোনো তথ্য ‘দৈনিক কালবেলা’ বা অন্য কোনো গণমাধ্যমের কাছে দেননি। উল্লিখিত বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এ ধরনের তথ্যের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে; যা নিন্দনীয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতাকে শ্রদ্ধা করে। তবে ভিত্তিহীন সংবাদ প্রকাশ গণমাধ্যমের পেশাদার প্রতিশ্রুতি ও নৈতিক দায়বদ্ধতার পরিপন্থি। সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসারে, যথাযথ তথ্য যাচাই এবং সঠিক প্রতিবেদন প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে অবিলম্বে এই সংবাদের সত্যতা যাচাই করতে ও সঠিক তথ্য প্রদান করতে আহ্বান জানাচ্ছে। এছাড়া ভবিষ্যতে এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।