বাংলাদেশ খেলাফত মজলিস ভারতের নাগপুরে সম্রাট আওরঙ্গজেবের সমাধি অবমাননার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির মতে, উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ঐতিহ্যবাহী স্থানটির অবমাননা ও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুতর আঘাত হেনেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানায়।
মঙ্গলবার (১৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই মন্তব্য করেন। বিবৃতিতে তারা বলেন, “এটি ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সাম্প্রদায়িক চক্রান্তের অংশ, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে অবমাননা করছে।”
এছাড়া, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, “সরকারিভাবে এই ঘটনার নিন্দা জানানো উচিত এবং ভারতের সরকারের প্রতি একই সঙ্গে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো উচিত।”
নেতারা ঐতিহাসিক এবং ধর্মীয় স্থাপনাগুলোর মর্যাদা রক্ষার নৈতিক দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, “ভারতে মুসলিম জনগণের ওপর অত্যাচার এবং নির্যাতন বেড়ে চলছে। মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তৃতা, সামাজিক ও অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার প্রচেষ্টা, হামলা এবং ধর্মীয় স্থাপনার অবমাননা বাড়ছে।”
বিবৃতিতে তারা আরও বলেন, “ভারত এখন এই অঞ্চলে ইসরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কাশ্মীর, মনিপুরসহ বিভিন্ন অঞ্চলে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে গণহত্যা, খুন, ধর্ষণ এবং লুটপাট চালানো হচ্ছে।”
আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারত সরকারের সাম্প্রদায়িক ভূমিকার নিন্দা জানাতে এবং জাতিসংঘের মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বাংলাদেশের খেলাফত মজলিস তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে, এই ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো উচিত এবং এর মোকাবিলা করতে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।