সংস্কারের অজুহাত দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তারেক রহমানের ৩১ দফাতেই সংস্কারের সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তাই দ্রুত নির্বাচন অনুষ্ঠান করে ক্ষমতা জনপ্রতিনিধিদের হাতে হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে বিএনপির আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ‘নির্বাচিত সরকার না থাকায় দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করছে না। দেশে কোনো বিনিয়োগ নেই। নির্বাচিত সরকার ও জবাবদিহিতার অভাবে বিনিয়োগও আসছে না।’
খাজুরা ইসলামীয়া আলিম মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন: জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী এবং সাইফুল ইসলাম আফতাফ।