ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও

আগামী ১৫ দিনের মধ্যে ইতালির ভিসা জটিলতা নিষ্পত্তির দাবি

বাংলাদেশের কুটনৈতিক ব্যর্থতার কারণে ভিসা জটিলতায় ভুগছে বলে জানিয়েছেন ইতালি ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা। আগামী ১৫ দিনের মধ্যে এই সমস্যা নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় প্রবাসীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ইতালি ভিসা প্রত্যাশীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভিসা প্রত্যাশীদের অন্যতম সমন্বয়ক লোটাস পারভেজ বলেন, ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে বছরের পর বছর পার হলেও ভিসা না পাওয়ায় মানবেতর জীবন যাপন পার করছি আমরা। বেশির ভাগ ক্ষেত্রে সবার দুই বছর হয়ে গেছে পারমিট জমা দেওয়ার। তাছাড়া ওয়ার্ক পারমিট জমা দিতে অনেক টাকা আমাদের খরচা হয়েছে। পরিবারের একটু সুখের আশায় কেউ ঋণ করে, কেউ ভিটে বিক্রি করে টাকা জমা দিয়েছি। কিন্তু আজ আমরা হতাশ। আমাদের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।

তিনি আরও বলেন, আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে বাস্তবায়ন না করলে আমরা প্রবাসী ভাইদের নিয়ে এমন কর্মসূচি পালন করবো যার প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর কঠিনভাবে পড়বে। প্রবাসীদের কর্মসূচির ভয়াবহতা কি হতে পারে তা ২৪ এর গণ-আন্দোলনের স্বৈরাচার সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রবাসীদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না আবারও স্মরণ করিয়ে দেই। বাংলাদেশের অর্থনীতিতে সব থেকে বড় অবদান প্রবাসীদের। বাংলাদেশের প্রবাসী কমিউনিটি আমাদের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদের এই দুঃসময়ে সহযোগিতা করতে চায়। সরকার দ্রুত সময়ে ইতালি ভিসা সংকট নিরসনে জরুরি পদক্ষেপ না নিলে রেমিট্যান্স শাট ডাউন কর্মসূচি দেবে তারা এবং আমরা লক্ষাধিক ভুক্তভোগী এবং তাদের পরিবার নিয়ে আমরণ অবস্থান কর্মসূচি পালন করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইতালি ভিসা প্রত্যাশী মো. রিয়াদ হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

আগামী ১৫ দিনের মধ্যে ইতালির ভিসা জটিলতা নিষ্পত্তির দাবি

প্রকাশিত: ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

বাংলাদেশের কুটনৈতিক ব্যর্থতার কারণে ভিসা জটিলতায় ভুগছে বলে জানিয়েছেন ইতালি ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা। আগামী ১৫ দিনের মধ্যে এই সমস্যা নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় প্রবাসীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ইতালি ভিসা প্রত্যাশীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভিসা প্রত্যাশীদের অন্যতম সমন্বয়ক লোটাস পারভেজ বলেন, ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে বছরের পর বছর পার হলেও ভিসা না পাওয়ায় মানবেতর জীবন যাপন পার করছি আমরা। বেশির ভাগ ক্ষেত্রে সবার দুই বছর হয়ে গেছে পারমিট জমা দেওয়ার। তাছাড়া ওয়ার্ক পারমিট জমা দিতে অনেক টাকা আমাদের খরচা হয়েছে। পরিবারের একটু সুখের আশায় কেউ ঋণ করে, কেউ ভিটে বিক্রি করে টাকা জমা দিয়েছি। কিন্তু আজ আমরা হতাশ। আমাদের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।

তিনি আরও বলেন, আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে বাস্তবায়ন না করলে আমরা প্রবাসী ভাইদের নিয়ে এমন কর্মসূচি পালন করবো যার প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর কঠিনভাবে পড়বে। প্রবাসীদের কর্মসূচির ভয়াবহতা কি হতে পারে তা ২৪ এর গণ-আন্দোলনের স্বৈরাচার সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রবাসীদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না আবারও স্মরণ করিয়ে দেই। বাংলাদেশের অর্থনীতিতে সব থেকে বড় অবদান প্রবাসীদের। বাংলাদেশের প্রবাসী কমিউনিটি আমাদের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদের এই দুঃসময়ে সহযোগিতা করতে চায়। সরকার দ্রুত সময়ে ইতালি ভিসা সংকট নিরসনে জরুরি পদক্ষেপ না নিলে রেমিট্যান্স শাট ডাউন কর্মসূচি দেবে তারা এবং আমরা লক্ষাধিক ভুক্তভোগী এবং তাদের পরিবার নিয়ে আমরণ অবস্থান কর্মসূচি পালন করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইতালি ভিসা প্রত্যাশী মো. রিয়াদ হোসেন, মেহেদী হাসান প্রমুখ।