মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাব হিসেবে ঢাকাসহ দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৮ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে। আবহাওয়া অফিস জানিয়েছে,
রোববার (৯ মার্চ), সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সোমবার (১০ মার্চ), দিনের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, রাতে সামান্য উষ্ণতা বাড়তে পারে।
মঙ্গলবার (১১ মার্চ), দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, সময়ের শেষ দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা বাড়ার কারণে দিনের বেলা কিছুটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। তাই বৃষ্টি ও তাপমাত্রা পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।