ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

হিজাব-নিকাব ইস্যুতে ঢাবির নতুন সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব বা নিকাব পরা শিক্ষার্থীদের শনাক্তে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপাতত নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্তের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন।

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেয়া হবে। এ ছাড়া পরিচয় শনাক্তের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতার বিষয়টি যথাসময়ে যাচাই করা হবে বলেও জানানো হয়।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ মার্চ) বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর হিজাব-নিকাব নিয়ে বিড়ম্বনা ও বিশ্ববিদ্যালয়ের এই নিয়ম পরিবর্তন চেয়ে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তাহমিনা আক্তার তামান্না নামে এক শিক্ষার্থী। এ ঘটনার পরপরই ছাত্রীদের পরিচয় শনাক্তে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন।

 

রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক/নারী কর্মকর্তা/নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরিহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

হিজাব-নিকাব ইস্যুতে ঢাবির নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব বা নিকাব পরা শিক্ষার্থীদের শনাক্তে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপাতত নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্তের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন।

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেয়া হবে। এ ছাড়া পরিচয় শনাক্তের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতার বিষয়টি যথাসময়ে যাচাই করা হবে বলেও জানানো হয়।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ মার্চ) বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর হিজাব-নিকাব নিয়ে বিড়ম্বনা ও বিশ্ববিদ্যালয়ের এই নিয়ম পরিবর্তন চেয়ে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তাহমিনা আক্তার তামান্না নামে এক শিক্ষার্থী। এ ঘটনার পরপরই ছাত্রীদের পরিচয় শনাক্তে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন।

 

রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক/নারী কর্মকর্তা/নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরিহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।