দেশের কোল্ড স্টোরেজ বা হিমাগারগুলোয় প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার (২ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯(খ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খানের সই করা ওই আদেশে উল্লেখ রয়েছে।