ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর ২ নম্বর ওয়ার্ডে বেলাল মোচ্ছেদী (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মিন্টু মোচ্ছেদীর ছেলে বেলাল মোচ্ছেদী ঘর থেকে বের হয়ে স্থানীয় দোকানের দিকে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।