ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, একজনে কব্জি বিচ্ছিন্ন

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার ও চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় সাতাইশ গাজীপুরা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মামুন গ্রুপ ও যুবদল নেতা প্রিন্স গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রিন্স গ্রুপের শান্ত ইসলামকে কুপিয়ে হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে দেয় মামুন গ্রুপের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য এবং ভ্যান গাড়ির চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই প্রিন্স গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রিন্স গ্রুপের জুয়েল ও শান্ত ইসলাম সাতাইশ গাজীপুরা এলাকায় যায়।

খবর পেয়ে মামুন ও তার দুই ভাইয়ের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে শান্তের কব্জি হাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে জানতে মামুন ও প্রিন্সের মোবাইলে বারবার কল দেওয়া হলেও তারা তা রিসিভ করেননি।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, একজনে কব্জি বিচ্ছিন্ন

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার ও চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় সাতাইশ গাজীপুরা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মামুন গ্রুপ ও যুবদল নেতা প্রিন্স গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রিন্স গ্রুপের শান্ত ইসলামকে কুপিয়ে হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে দেয় মামুন গ্রুপের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য এবং ভ্যান গাড়ির চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই প্রিন্স গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রিন্স গ্রুপের জুয়েল ও শান্ত ইসলাম সাতাইশ গাজীপুরা এলাকায় যায়।

খবর পেয়ে মামুন ও তার দুই ভাইয়ের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে শান্তের কব্জি হাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে জানতে মামুন ও প্রিন্সের মোবাইলে বারবার কল দেওয়া হলেও তারা তা রিসিভ করেননি।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’