ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান দেখানো হয়েছে: নারী অধিকার আন্দোলন সংবাদপত্র প্রকাশে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার টাকার বেশি নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি

ফের চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

প্রায় সাত বছর পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালুর অনুমোদন পেল পাকিস্তানের এয়ারলাইনস ‘ফ্লাই জিন্নাহ’। সর্বশেষ ২০১৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) এই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া গণমাধ্যমকে জানান, “পাকিস্তান আমাদের কাছে আবেদন করেছিল, আমরা সপ্তাহ দুয়েক আগে অনুমোদন দিয়েছি। এখন তারা স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে এবং স্লট ও ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে আমরা সেটি অনুমোদন করব। আমাদের দিক থেকে আপাতত কাজ শেষ।”

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের জন্য সময় ও ভাড়ার ক্ষেত্রে বড় সুবিধা আসবে। বর্তমানে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে ট্রানজিট নিতে হয়, যার ফলে যাত্রার সময় আট থেকে ১২ ঘণ্টার মতো লাগে, কিছু ক্ষেত্রে ১৮ থেকে ২২ ঘণ্টাও সময় লাগে।

ট্রানজিটের কারণে ঢাকা-করাচি ফ্লাইটের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালে যেখানে এই রুটের ভাড়া ৫০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে ছিল, বর্তমানে তা বেড়ে গড়ে এক লাখ টাকার ওপরে পৌঁছেছে। সরাসরি ফ্লাইট চালু হলে এই খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ। তিনি ‘পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে’ দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা থেকে করাচির আকাশপথের দূরত্ব প্রায় ২,৩৭০ কিলোমিটার। নতুন ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি

ফের চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

প্রায় সাত বছর পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালুর অনুমোদন পেল পাকিস্তানের এয়ারলাইনস ‘ফ্লাই জিন্নাহ’। সর্বশেষ ২০১৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) এই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া গণমাধ্যমকে জানান, “পাকিস্তান আমাদের কাছে আবেদন করেছিল, আমরা সপ্তাহ দুয়েক আগে অনুমোদন দিয়েছি। এখন তারা স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে এবং স্লট ও ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে আমরা সেটি অনুমোদন করব। আমাদের দিক থেকে আপাতত কাজ শেষ।”

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের জন্য সময় ও ভাড়ার ক্ষেত্রে বড় সুবিধা আসবে। বর্তমানে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে ট্রানজিট নিতে হয়, যার ফলে যাত্রার সময় আট থেকে ১২ ঘণ্টার মতো লাগে, কিছু ক্ষেত্রে ১৮ থেকে ২২ ঘণ্টাও সময় লাগে।

ট্রানজিটের কারণে ঢাকা-করাচি ফ্লাইটের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালে যেখানে এই রুটের ভাড়া ৫০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে ছিল, বর্তমানে তা বেড়ে গড়ে এক লাখ টাকার ওপরে পৌঁছেছে। সরাসরি ফ্লাইট চালু হলে এই খরচ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ। তিনি ‘পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে’ দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা থেকে করাচির আকাশপথের দূরত্ব প্রায় ২,৩৭০ কিলোমিটার। নতুন ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।