জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার আলোচিত সে ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা থানার কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ওসি মো. জাকারিয়া।
তিনি জানান, চঞ্চল চন্দ্রকে গ্রেপ্তারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার সঙ্গে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট ছিল। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেদিন চঞ্চল সরকার শিক্ষার্থীকে গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন বলে জানান ওসি জাকারিয়া।
থানা সূত্রে জানা গেছে, এএসআই চঞ্চল চন্দ্র সরকার গত নভেম্বর খাগড়াছড়ির দীঘিনালা থানায় যোগদান করেন।