লালমনিরহাটে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকে করা হয়।
গ্রেফতার ৪ ছাত্রলীগ নেতা হলেন— হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ও ছাত্রলীগ নেতা বাবু।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদ-উন-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় একটি ভাঙচুরের মামলায় ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।