ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকে গল্প ও ছবির মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে।

রোববার বিকালে রংপুর আরডিআরএস প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘পঞ্চম ধাপের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাতীয়করণের আগে নিয়োগ পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর উন্নয়ন ও শিক্ষকদের সাধারণ মানের উন্নয়ন হয়েছে। তবে জাতীয়করণের আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আমাদের নিজস্ব কতগুলো ট্রেনিং প্রক্রিয়া চালু থাকে। একজন শিক্ষক নিজের উন্নয়নের জন্য উদ্যোগী হয়ে সে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের মূল টার্গেট হলো একজন পঞ্চম শ্রেণি পাশ করা শিক্ষার্থী যেন মাতৃভাষায় সহজভাবে লিখতে-পড়তে পারে, মাতৃভাষায় নিজের মনের কথা ছোট করে লিখতে পারে। সাধারণ হিসাব যোগ, বিয়োগ, গুণ ভাগ যেন করতে পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের দেশে খুব ভালো ভালো প্রাথমিক স্কুল রয়েছে, যেখানে প্রতি বছর ভর্তির জন্য প্রতিযোগিতা হয়। সেই সাথে পিছিয়ে পড়া স্কুলও রয়েছে। আমরা চাই প্রতিটি স্কুলের মান উন্নয়ন হোক। দেশের স্বল্প আয়ের মানুষ যেন কম খরচে তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারে। এজন্য উপবৃত্তি, শিক্ষার উপকরণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমরা দুপুরের খাবার চালু করারও সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজিজুর রহমান, সহকারী পরিচালক নজরুল ইসলামসহ শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তিনি পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে

প্রকাশিত: ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকে গল্প ও ছবির মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে।

রোববার বিকালে রংপুর আরডিআরএস প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘পঞ্চম ধাপের প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাতীয়করণের আগে নিয়োগ পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর উন্নয়ন ও শিক্ষকদের সাধারণ মানের উন্নয়ন হয়েছে। তবে জাতীয়করণের আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আমাদের নিজস্ব কতগুলো ট্রেনিং প্রক্রিয়া চালু থাকে। একজন শিক্ষক নিজের উন্নয়নের জন্য উদ্যোগী হয়ে সে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের মূল টার্গেট হলো একজন পঞ্চম শ্রেণি পাশ করা শিক্ষার্থী যেন মাতৃভাষায় সহজভাবে লিখতে-পড়তে পারে, মাতৃভাষায় নিজের মনের কথা ছোট করে লিখতে পারে। সাধারণ হিসাব যোগ, বিয়োগ, গুণ ভাগ যেন করতে পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের দেশে খুব ভালো ভালো প্রাথমিক স্কুল রয়েছে, যেখানে প্রতি বছর ভর্তির জন্য প্রতিযোগিতা হয়। সেই সাথে পিছিয়ে পড়া স্কুলও রয়েছে। আমরা চাই প্রতিটি স্কুলের মান উন্নয়ন হোক। দেশের স্বল্প আয়ের মানুষ যেন কম খরচে তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারে। এজন্য উপবৃত্তি, শিক্ষার উপকরণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমরা দুপুরের খাবার চালু করারও সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজিজুর রহমান, সহকারী পরিচালক নজরুল ইসলামসহ শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তিনি পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।