ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন এনআইডি সংশোধনে গতি আনতে ইসির নতুন ‘ক্র্যাশ প্রোগ্রাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার গুম প্রতিরোধে অধ্যাদেশ আনছে সরকার: আইন উপদেষ্টা সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন

জিম্বাবুয়েকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য দিল পাকিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচের আগে কামরান গুলাম খেলেছেন ৬টি ম্যাচ। এই ৬ ম্যাচে সব মিলিয়ে তার সংগৃহীত রান সংখ্যা ২২। সর্বোচ্চ ১৭। যদিও এই ৬ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র ২টিতে।

এবার টপ অর্ডারে সুযোগ পেয়েই নিজের জাত ছিনিয়ে নিয়ে দিলেন পাকিস্তানি এই ব্যাটার। জিম্বাবুয়ে বোলারদের তুলোধুনো করে খেললেন ১০৩ রানের অনবদ্য এক ইনিংস। বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে কামরান গুলামের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব এবং আবদুল্লাহ শফিক মিলে গড়ে তোলেন ৫৮ রানের জুটি। ৩৭ বলে ৩১ রান করেন সাইম আইয়ুব। ৬৮ বলে ৫০ রান করেন আবদুল্লাহ শফিক।

আবদুল্লাহ শফিকের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন কামরান গুলাম। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে করেন ৮৯ রানের জুটি। ৪৭ বলে ৩৭ রান করেন রিজওয়ান। সালমান আগা করেন ৩০ রান। দলীয় ২৩২ রানের মাথায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে আউট হন কামরান গুলাম।

তৈয়ব তাহির ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ইরফান খান করেন ৩ রান এবং আমের জামাল ৫ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা। ১টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম।

জনপ্রিয়

ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন

জিম্বাবুয়েকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য দিল পাকিস্তান

প্রকাশিত: ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচের আগে কামরান গুলাম খেলেছেন ৬টি ম্যাচ। এই ৬ ম্যাচে সব মিলিয়ে তার সংগৃহীত রান সংখ্যা ২২। সর্বোচ্চ ১৭। যদিও এই ৬ ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন মাত্র ২টিতে।

এবার টপ অর্ডারে সুযোগ পেয়েই নিজের জাত ছিনিয়ে নিয়ে দিলেন পাকিস্তানি এই ব্যাটার। জিম্বাবুয়ে বোলারদের তুলোধুনো করে খেললেন ১০৩ রানের অনবদ্য এক ইনিংস। বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে কামরান গুলামের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব এবং আবদুল্লাহ শফিক মিলে গড়ে তোলেন ৫৮ রানের জুটি। ৩৭ বলে ৩১ রান করেন সাইম আইয়ুব। ৬৮ বলে ৫০ রান করেন আবদুল্লাহ শফিক।

আবদুল্লাহ শফিকের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন কামরান গুলাম। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে করেন ৮৯ রানের জুটি। ৪৭ বলে ৩৭ রান করেন রিজওয়ান। সালমান আগা করেন ৩০ রান। দলীয় ২৩২ রানের মাথায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে আউট হন কামরান গুলাম।

তৈয়ব তাহির ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ইরফান খান করেন ৩ রান এবং আমের জামাল ৫ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা। ১টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম।