ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

জাবির পরিবেশবিজ্ঞান বিভাগ পরীক্ষা কমিটি থেকে অধ্যাপকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের অবস্থান

নারী শিক্ষার্থীদের হেনস্তা, বডি শেমিং, ব্যক্তিগত বিষয় নিয়ে ক্লাসে কথা বলা, সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের নজরদারি, নাম্বার দেওয়ার ক্ষেত্রে বৈষম্যসহ নানা অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়াকে স্নাতকোত্তর পরীক্ষা কমিটি থেকে অপসারণসহ ৬ দফা দাবিতে বিভাগের অফিস ও ক্লাসরুমসমূহে তালা দিয়ে অবস্থান কর্মসূচি করেছে ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ এসে এঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

 

 

শিক্ষার্থীদের দাবিগুলো- ২০২১-২২ স্নাতকোত্তর শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটি থেকে অধ্যাপক আমির হোসেন ভূঁইয়াকে অপসারণ করা; এই শিক্ষাবর্ষের কোর্সের দায়িত্ব থেকে তাকে অপসারণ করে অন্য দায়িত্বশীল ও যোগ্য শিক্ষককে নিযুক্ত করা; তাকে কোনো কোর্সের দ্বিতীয় কিংবা তৃতীয় পরীক্ষক হিসেবে রাখা হবেনা, তা নিশ্চিত করা; ভবিষ্যতে যাতে এই ডিপার্টমেন্টে কোনো ব্যাচ বা শিক্ষার্থী যেন এ ধরনের ঘটনাগুলোর সম্মুখীন না হয়, সে জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; অভিযোগের প্রেক্ষিতে পুনরায় ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে যেন পরীক্ষার ফলাফলে কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করা এবং উল্লিখিত অভিযোগের ভিত্তিতে অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়াকে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতিপূর্বক বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলাবিধি অনুযায়ী তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা নেয়া।

 

 

সরেজমিনে শিক্ষার্থীদের থেকে জানা যায়, অধ্যাপক আমির হোসেন ভুঁইয়া বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তা ও বডি শেমিং করেন। শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় নিয়ে ক্লাসে কথা বলেন ও সোশ্যাল মিডিয়ায় কে কি করছে এসব বিষয়ে নজরদারি করে ক্লাসে আলোচনা করেন। প্রেজেন্টেশনের সময় ছেলেদের যথাযথ অগ্রাধিকার না দেওয়াসহ নাম্বারের ক্ষেত্রে বৈষম্য করেন। এছাড়া আরো বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

 

 

এক পর্যায়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করব। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

জাবির পরিবেশবিজ্ঞান বিভাগ পরীক্ষা কমিটি থেকে অধ্যাপকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশিত: ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

নারী শিক্ষার্থীদের হেনস্তা, বডি শেমিং, ব্যক্তিগত বিষয় নিয়ে ক্লাসে কথা বলা, সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের নজরদারি, নাম্বার দেওয়ার ক্ষেত্রে বৈষম্যসহ নানা অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়াকে স্নাতকোত্তর পরীক্ষা কমিটি থেকে অপসারণসহ ৬ দফা দাবিতে বিভাগের অফিস ও ক্লাসরুমসমূহে তালা দিয়ে অবস্থান কর্মসূচি করেছে ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ এসে এঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

 

 

শিক্ষার্থীদের দাবিগুলো- ২০২১-২২ স্নাতকোত্তর শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটি থেকে অধ্যাপক আমির হোসেন ভূঁইয়াকে অপসারণ করা; এই শিক্ষাবর্ষের কোর্সের দায়িত্ব থেকে তাকে অপসারণ করে অন্য দায়িত্বশীল ও যোগ্য শিক্ষককে নিযুক্ত করা; তাকে কোনো কোর্সের দ্বিতীয় কিংবা তৃতীয় পরীক্ষক হিসেবে রাখা হবেনা, তা নিশ্চিত করা; ভবিষ্যতে যাতে এই ডিপার্টমেন্টে কোনো ব্যাচ বা শিক্ষার্থী যেন এ ধরনের ঘটনাগুলোর সম্মুখীন না হয়, সে জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; অভিযোগের প্রেক্ষিতে পুনরায় ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে যেন পরীক্ষার ফলাফলে কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করা এবং উল্লিখিত অভিযোগের ভিত্তিতে অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়াকে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতিপূর্বক বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলাবিধি অনুযায়ী তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা নেয়া।

 

 

সরেজমিনে শিক্ষার্থীদের থেকে জানা যায়, অধ্যাপক আমির হোসেন ভুঁইয়া বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্তা ও বডি শেমিং করেন। শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় নিয়ে ক্লাসে কথা বলেন ও সোশ্যাল মিডিয়ায় কে কি করছে এসব বিষয়ে নজরদারি করে ক্লাসে আলোচনা করেন। প্রেজেন্টেশনের সময় ছেলেদের যথাযথ অগ্রাধিকার না দেওয়াসহ নাম্বারের ক্ষেত্রে বৈষম্য করেন। এছাড়া আরো বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

 

 

এক পর্যায়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করব। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব।