ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন এনআইডি সংশোধনে গতি আনতে ইসির নতুন ‘ক্র্যাশ প্রোগ্রাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার গুম প্রতিরোধে অধ্যাদেশ আনছে সরকার: আইন উপদেষ্টা সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন

হাথুরুর চড়কাণ্ড প্রসঙ্গে নাসুম ‘সব আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম, তিনিই ফেরত দিয়েছেন’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুম আহমেদের সঙ্গে তখনকার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দুর্ব্যবহার নিয়ে খবর বেরিয়েছিল। তবে তখন বিসিবি গুরুতর অভিযোগ পেয়েও হাথুরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং নাসুমই জাতীয় দল থেকে ছিটকে পড়েন।

হাথুরু নাসুমকে চড় মেরেছিলেন, এমনটাই শোনা যায়। যার জেরে দীর্ঘদিন পর চাকরি হারিয়েছেন হাথুরু, নাসুমও জাতীয় দলে জায়গা ফেরত পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন নাসুম।

কিন্তু হাথুরুর ওই চড়কাণ্ড নিয়ে আগেও নীরব ছিলেন, এখনও মুখ খুলতে নারাজ এই বাঁহাতি স্পিনার। ‘ক্রিকবাজ’-এর সঙ্গে সাক্ষাৎকারে নাসুম বারবারই এড়িয়ে যেতে চেয়েছেন এই প্রসঙ্গ। তবে আল্লাহর কাছে মনের কষ্ট বলেছিলেন, তিনিই আবার তাকে দলে ফিরিয়েছেন বলে স্বস্তি নাসুমের।

ওই চড়কাণ্ড প্রসঙ্গে নাসুম বলেন, ‘সত্যি করে বলতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। গত এক বছরের কারো সঙ্গে এটা নিয়ে কথা বলিনিও।’

তবে নাসুম আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন, ঘটনা সত্য আর আল্লাহ তার বদলাও দিয়েছেন। জাতীয় দলের এই স্পিনার বলেন, ‘আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম। তিনিই সেটা ফেরত দিয়েছেন। আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে এক বছর পর ফিরে এসেছি। এখন আমাকে এটা ধরে রাখতে হবে এবং নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব।’

অতীতের কাসুন্দি আর ঘাটতে রাজি নন নাসুম। তার কথা, ‘অতীত অতীতই। আপনি জানেন, পুরো দেশই জানে (কী ঘটেছিল)। আমি এখন পর্যন্ত এটি নিয়ে একটা কথাও বলিনি। আর বলতেও চাই না।’

জনপ্রিয়

ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন

হাথুরুর চড়কাণ্ড প্রসঙ্গে নাসুম ‘সব আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম, তিনিই ফেরত দিয়েছেন’

প্রকাশিত: ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুম আহমেদের সঙ্গে তখনকার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দুর্ব্যবহার নিয়ে খবর বেরিয়েছিল। তবে তখন বিসিবি গুরুতর অভিযোগ পেয়েও হাথুরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং নাসুমই জাতীয় দল থেকে ছিটকে পড়েন।

হাথুরু নাসুমকে চড় মেরেছিলেন, এমনটাই শোনা যায়। যার জেরে দীর্ঘদিন পর চাকরি হারিয়েছেন হাথুরু, নাসুমও জাতীয় দলে জায়গা ফেরত পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন নাসুম।

কিন্তু হাথুরুর ওই চড়কাণ্ড নিয়ে আগেও নীরব ছিলেন, এখনও মুখ খুলতে নারাজ এই বাঁহাতি স্পিনার। ‘ক্রিকবাজ’-এর সঙ্গে সাক্ষাৎকারে নাসুম বারবারই এড়িয়ে যেতে চেয়েছেন এই প্রসঙ্গ। তবে আল্লাহর কাছে মনের কষ্ট বলেছিলেন, তিনিই আবার তাকে দলে ফিরিয়েছেন বলে স্বস্তি নাসুমের।

ওই চড়কাণ্ড প্রসঙ্গে নাসুম বলেন, ‘সত্যি করে বলতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। গত এক বছরের কারো সঙ্গে এটা নিয়ে কথা বলিনিও।’

তবে নাসুম আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন, ঘটনা সত্য আর আল্লাহ তার বদলাও দিয়েছেন। জাতীয় দলের এই স্পিনার বলেন, ‘আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম। তিনিই সেটা ফেরত দিয়েছেন। আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে এক বছর পর ফিরে এসেছি। এখন আমাকে এটা ধরে রাখতে হবে এবং নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব।’

অতীতের কাসুন্দি আর ঘাটতে রাজি নন নাসুম। তার কথা, ‘অতীত অতীতই। আপনি জানেন, পুরো দেশই জানে (কী ঘটেছিল)। আমি এখন পর্যন্ত এটি নিয়ে একটা কথাও বলিনি। আর বলতেও চাই না।’