ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন এনআইডি সংশোধনে গতি আনতে ইসির নতুন ‘ক্র্যাশ প্রোগ্রাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার গুম প্রতিরোধে অধ্যাদেশ আনছে সরকার: আইন উপদেষ্টা সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন

উড়ন্ত শুরু করা অস্ট্রেলিয়াকে ১৪৭ রানেই আটকে দিলো পাকিস্তান

সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ৭ ওভারের হয়, যেখানে পাকিস্তান বড় ব্যবধানে হারে। তবে সিডনিতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪৭ রানে আটকে রাখে মোহাম্মদ রিজওয়ানের দল।

দুর্দান্ত বোলিং করেছেন হারিস রউফ, আব্বাস আফ্রিদিরা। ৭ উইকেট হাতে থাকলেও শেষ ১১ ওভারে অর্থাৎ ৬৬ বলে মাত্র ৬৪ রান নিতে পারে অস্ট্রেলিয়া।

অথচ টস জিতে ব্যাটিং বেছে নিয়ে উড়ন্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট আর জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ২২ বলে গড়েন ৫২ রানের জুটি। চতুর্থ ওভারে ৯ বলে ২০ করা ম্যাকার্গকে আউট করে এই জুটিটি ভাঙেন হারিস রউফ। এক বল পর তিনি ফেরান জস ইঙলিশকে (০)।

১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩২ রানে পৌঁছে যাওয়া শর্টকে বোল্ড করেন আব্বাস আফ্রিদি। এরপরই রানের গতি কমতে থাকে অস্ট্রেলিয়ার।

পাকিস্তানি বোলারদের তোপে পরের ব্যাটাররা কেউ মারকুটে ইনিংস খেলতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ২১, মার্কাস স্টয়নিস ১৫ বলে ১৪, টিম ডেভিড ১৯ বলে ১৮ আর অ্যারন হার্ডি করেন ২৩ বলে ২৮।

পাকিস্তানের হারিস রউফ ২২ রানে ৪টি, আব্বাস আফ্রিদি ১৭ রানে ৩টি আর সুফিয়ান মুকিম ২১ রানে নেন ২টি উইকেট।

জনপ্রিয়

ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন

উড়ন্ত শুরু করা অস্ট্রেলিয়াকে ১৪৭ রানেই আটকে দিলো পাকিস্তান

প্রকাশিত: ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ৭ ওভারের হয়, যেখানে পাকিস্তান বড় ব্যবধানে হারে। তবে সিডনিতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪৭ রানে আটকে রাখে মোহাম্মদ রিজওয়ানের দল।

দুর্দান্ত বোলিং করেছেন হারিস রউফ, আব্বাস আফ্রিদিরা। ৭ উইকেট হাতে থাকলেও শেষ ১১ ওভারে অর্থাৎ ৬৬ বলে মাত্র ৬৪ রান নিতে পারে অস্ট্রেলিয়া।

অথচ টস জিতে ব্যাটিং বেছে নিয়ে উড়ন্ত সূচনা করেছিল অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট আর জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ২২ বলে গড়েন ৫২ রানের জুটি। চতুর্থ ওভারে ৯ বলে ২০ করা ম্যাকার্গকে আউট করে এই জুটিটি ভাঙেন হারিস রউফ। এক বল পর তিনি ফেরান জস ইঙলিশকে (০)।

১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩২ রানে পৌঁছে যাওয়া শর্টকে বোল্ড করেন আব্বাস আফ্রিদি। এরপরই রানের গতি কমতে থাকে অস্ট্রেলিয়ার।

পাকিস্তানি বোলারদের তোপে পরের ব্যাটাররা কেউ মারকুটে ইনিংস খেলতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ২১, মার্কাস স্টয়নিস ১৫ বলে ১৪, টিম ডেভিড ১৯ বলে ১৮ আর অ্যারন হার্ডি করেন ২৩ বলে ২৮।

পাকিস্তানের হারিস রউফ ২২ রানে ৪টি, আব্বাস আফ্রিদি ১৭ রানে ৩টি আর সুফিয়ান মুকিম ২১ রানে নেন ২টি উইকেট।