ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
কুরআনী আইনকে কটাক্ষ করে দেয়া নারী অধিকার সংস্কারের প্রস্তাবনা কমিটিসহ বাতিল এবং আরোও বেশ কিছু দাবী নিয়ে আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশের ডাক হিন্দুত্ববাদী স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে মারধর বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের হায়দারাবাদ ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো জনতার বিক্ষোভ পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ করল অন্তবর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন কাশ্মীরে আরও দুই যুবকের সম্পদ জব্দ করলো ভারতীয় পুলিশ চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

জাতিসংঘে বাংলাদেশি রাষ্ট্রদূত মুহিত আইসিএসসি সদস্য নির্বাচিত

জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশি কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্বাচিত দুটি শূন্য আসনের জন্য বাংলাদেশের পাশাপাশি চীন ও দক্ষিণ কোরিয়ার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বাংলাদেশ ও চীনের প্রার্থীরা নির্বাচিত হন।

শনিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচিত হওয়ার পর মুহিত বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও জাতিসংঘে সক্রিয় ভূমিকার স্বীকৃতি।

ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন (আইসিএসসি) হলো জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন, যা ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত। কমিশনটি জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ, কর্মীদের প্রাপ্যতা ইত্যাদি বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সুপারিশ করে।

মোহাম্মদ আব্দুল মুহিত ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির (ইকনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি) চেয়ারম্যান, ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএস এর এক্সিকিউটিভ বোর্ডের ২০২৪ সালের সভাপতি এবং জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের চেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রদূত মুহিত ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত চার বছরব্যাপী আইসিএসসি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

কুরআনী আইনকে কটাক্ষ করে দেয়া নারী অধিকার সংস্কারের প্রস্তাবনা কমিটিসহ বাতিল এবং আরোও বেশ কিছু দাবী নিয়ে আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশের ডাক

জাতিসংঘে বাংলাদেশি রাষ্ট্রদূত মুহিত আইসিএসসি সদস্য নির্বাচিত

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশি কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্বাচিত দুটি শূন্য আসনের জন্য বাংলাদেশের পাশাপাশি চীন ও দক্ষিণ কোরিয়ার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বাংলাদেশ ও চীনের প্রার্থীরা নির্বাচিত হন।

শনিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচিত হওয়ার পর মুহিত বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও জাতিসংঘে সক্রিয় ভূমিকার স্বীকৃতি।

ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন (আইসিএসসি) হলো জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন, যা ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত। কমিশনটি জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ, কর্মীদের প্রাপ্যতা ইত্যাদি বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সুপারিশ করে।

মোহাম্মদ আব্দুল মুহিত ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির (ইকনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি) চেয়ারম্যান, ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএস এর এক্সিকিউটিভ বোর্ডের ২০২৪ সালের সভাপতি এবং জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের চেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রদূত মুহিত ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত চার বছরব্যাপী আইসিএসসি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।