ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া আনচেলত্তিকে নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি জানিয়েছেন, সেলেসাওকে পরিচালনার জন্য ব্রাজিলের নিজস্ব কোচরাও যথেষ্ট দক্ষ।
মঙ্গলবার চীনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লুলা বলেন, “সত্যি বলতে, আমি বিদেশি হওয়া নিয়ে আপত্তি করছি না। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের দেশেই এমন কোচ আছেন যারা ব্রাজিল দল চালানোর যোগ্য।”
রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ ১৯৬৫ সালের পর প্রথমবারের মতো কোনো বিদেশিকে দায়িত্ব দেওয়ার ঘটনা। বিষয়টি নিয়ে লুলা আগেও সংশয় প্রকাশ করেছিলেন। ২০২৩ সালে তিনি বলেছিলেন, “সে (আনচেলত্তি) নিজ দেশের জাতীয় দলের কোচ ছিল না, আর ইতালি ২০২২ বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।”
তবে এবার আনচেলত্তির দায়িত্ব গ্রহণের পর তিনি কিছুটা ইতিবাচক মন্তব্যও করেছেন। বলেন, “সে একজন অসাধারণ ট্যাকটিশিয়ান। আশা করি সে ব্রাজিলকে সাহায্য করতে পারবে। আমাদের প্রথম লক্ষ্য বিশ্বকাপে কোয়ালিফাই করা, তারপর জয়ের দিকে এগোনো।”
বর্তমানে ২০২৬ সালের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল রয়েছে চতুর্থ অবস্থানে। তারা ১৪ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডরের পেছনে রয়েছে। এই অঞ্চলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।