ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
এবার পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ, পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আশঙ্কা তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না পারায় নেতানিয়াহুর আজারবাইজান সফর বাতিল বরগুনার হাটে চাপিলা নামেই চলছে জাটকা বেচাকেনা ডাকাতিয়া নদীতে আবারও অবৈধ বাঁধ: রায়পুরে প্রভাবশালীদের মাছ চাষে হুমকির মুখে পরিবেশ ও কৃষি আইনের জালে অ্যাপল: আদালতের আদেশ অমান্য, মিথ্যা সাক্ষ্যের অভিযোগ আইএমএফ অতিরিক্ত শর্ত চাপালে ঋণ থেকে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান চৌধুরী কিডনি রোগে ভুগছেন দুই কোটি মানুষ, সংকট নিরসনে কিনছে এক হাজার ডায়ালাইসিস যন্ত্র হ্যাকড হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ উদ্ধারে কাজ চলছে নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট প্লাস্টিক দূষণ রোধে কঠোর নীতিমালার পথে সরকার

চার রোহিঙ্গাকে ছেড়ে দিল আরাকান আর্মি

টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চার রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে তারা টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। মাদক আনতে গেলে তাদের আটক করা হয় বলে আরাকান আর্মি দাবি করেছে। এর আগে বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন লালদিয়া নামের চরে এই ৪ রোহিঙ্গাকে জিম্মি করা হয়েছিল। তারা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

 

শরণার্থী, ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সহকারী ও টেকনাফের ২৭ নম্বর জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে ওই চারজন রোহিঙ্গা নাগরিক ফেরত এসেছেন।

টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ফেরত আসার রোহিঙ্গারা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইনচার্জ এর তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

এবার পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ, পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আশঙ্কা

চার রোহিঙ্গাকে ছেড়ে দিল আরাকান আর্মি

প্রকাশিত: ১৮ ঘন্টা আগে

টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চার রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে তারা টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। মাদক আনতে গেলে তাদের আটক করা হয় বলে আরাকান আর্মি দাবি করেছে। এর আগে বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন লালদিয়া নামের চরে এই ৪ রোহিঙ্গাকে জিম্মি করা হয়েছিল। তারা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

 

শরণার্থী, ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সহকারী ও টেকনাফের ২৭ নম্বর জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে ওই চারজন রোহিঙ্গা নাগরিক ফেরত এসেছেন।

টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ফেরত আসার রোহিঙ্গারা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইনচার্জ এর তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।