ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট প্লাস্টিক দূষণ রোধে কঠোর নীতিমালার পথে সরকার ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরিতে ছাড় দিতে হবে: ড. আলী রীয়াজ কোটা পদ্ধতিতে হিমাগারে জায়গা না পেয়ে বিপাকে মুন্সিগঞ্জের আলু চাষিরা নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল হলে সব সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলযোগ্য: উমামা ফাতেমা জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিলের দ্রুত শুনানির আবেদন চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ড: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার কক্সবাজার সৈকতে উড়ন্ত বিমানের দিকে ফুটবল শট, ভিডিও নিয়ে বিভ্রান্তি তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: ইউএনএসডব্লিউ তিন বছর সক্রিয় না থাকলে নির্বাচনে সুযোগ নয়: ড. এম সাখাওয়াত হোসেন

পূর্ব হিরানে যুদ্ধে আশ-শাবাবের হামলায় ৭৩ শত্রু সৈন্য হতাহত

সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যে শুক্রবার তীব্র আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। রাজ্যটির ৪টি এলাকায় এদিন মুজাহিদদের অভিযানে অন্তত ৭৩ শত্রু সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ২রা মে শুক্রবার, সোমালিয়ার হিরান রাজ্যের মোকোকোরি জেলা এবং এর উপকণ্ঠে অবস্থিত আইল কুহলি, আইল হারিরি এবং তারদো এলাকায় ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করছেন। এরমধ্যে এদিন ভোরে আইল কুহলি, আইল হারিরি এলাকায় মুজাহিদদের তীব্র আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ২০ সৈন্য হতাহত হয় এবং অন্য সৈন্যরা পালিয়ে যায়। তীব্র সংঘর্ষ ও শত্রু সৈন্যদের এই পলায়নের পর মুজাহিদিনরা ২টি এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

এরপর দুপুর বেলায় রাজ্যটির মোকোকোরি জেলা এবং তারদো এলাকায় তীব্র আক্রমণ চালাতে শুরু করেন মুজাহিদিনরা। এসময় মোগাদিশু বাহিনী এবং মুজাহিদদের মাঝে কয়েক ঘন্টা যাবৎ তীব্র লড়াই সংঘটিত হয়। এক পর্যায়ে মুজাহিদদের কাছে সূচনীয় পরাজয় বরণের পর মোগাদিশু বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে মুজাহিদদের হামলায় মোগাদিশু বাহিনীর অন্তত ১৩ সৈন্য নিহত এবং প্রায় ৪০ শত্রু সৈন্য আহত হয়। এই যুদ্ধে আহত শত্রুদের মধ্যে তারদো জেলার গভর্নর আলী-গাব নিজেও রয়েছে।

জনপ্রিয়

নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট

পূর্ব হিরানে যুদ্ধে আশ-শাবাবের হামলায় ৭৩ শত্রু সৈন্য হতাহত

প্রকাশিত: ১১ ঘন্টা আগে

সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যে শুক্রবার তীব্র আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। রাজ্যটির ৪টি এলাকায় এদিন মুজাহিদদের অভিযানে অন্তত ৭৩ শত্রু সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ২রা মে শুক্রবার, সোমালিয়ার হিরান রাজ্যের মোকোকোরি জেলা এবং এর উপকণ্ঠে অবস্থিত আইল কুহলি, আইল হারিরি এবং তারদো এলাকায় ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করছেন। এরমধ্যে এদিন ভোরে আইল কুহলি, আইল হারিরি এলাকায় মুজাহিদদের তীব্র আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ২০ সৈন্য হতাহত হয় এবং অন্য সৈন্যরা পালিয়ে যায়। তীব্র সংঘর্ষ ও শত্রু সৈন্যদের এই পলায়নের পর মুজাহিদিনরা ২টি এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

এরপর দুপুর বেলায় রাজ্যটির মোকোকোরি জেলা এবং তারদো এলাকায় তীব্র আক্রমণ চালাতে শুরু করেন মুজাহিদিনরা। এসময় মোগাদিশু বাহিনী এবং মুজাহিদদের মাঝে কয়েক ঘন্টা যাবৎ তীব্র লড়াই সংঘটিত হয়। এক পর্যায়ে মুজাহিদদের কাছে সূচনীয় পরাজয় বরণের পর মোগাদিশু বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে মুজাহিদদের হামলায় মোগাদিশু বাহিনীর অন্তত ১৩ সৈন্য নিহত এবং প্রায় ৪০ শত্রু সৈন্য আহত হয়। এই যুদ্ধে আহত শত্রুদের মধ্যে তারদো জেলার গভর্নর আলী-গাব নিজেও রয়েছে।