তিন বছরের কম সময় ধরে রাজনীতিতে সক্রিয় থাকা রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, এ বিষয়ে প্রয়োজনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করতে হবে।
শনিবার সকালে বিএফডিসি মিলনায়তনে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “বিগত সংসদে ৬৭ থেকে ৭০ শতাংশ সদস্যই ছিলেন ব্যবসায়ী। অনেকে আবার নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান, সেই সঙ্গে রাজনৈতিক দল ও সংসদের গুরুত্বপূর্ণ পদেও অধিষ্ঠিত ছিলেন— যা একটি সরাসরি স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “যদি কোনো ব্যবসায়ী নির্বাচনে প্রার্থী হন, তাহলে মনোনয়নের আগে তার আর্থিক ও ব্যবসায়িক পটভূমি খতিয়ে দেখা জরুরি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে।”