ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
এবার পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ, পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আশঙ্কা তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না পারায় নেতানিয়াহুর আজারবাইজান সফর বাতিল বরগুনার হাটে চাপিলা নামেই চলছে জাটকা বেচাকেনা ডাকাতিয়া নদীতে আবারও অবৈধ বাঁধ: রায়পুরে প্রভাবশালীদের মাছ চাষে হুমকির মুখে পরিবেশ ও কৃষি আইনের জালে অ্যাপল: আদালতের আদেশ অমান্য, মিথ্যা সাক্ষ্যের অভিযোগ আইএমএফ অতিরিক্ত শর্ত চাপালে ঋণ থেকে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান চৌধুরী কিডনি রোগে ভুগছেন দুই কোটি মানুষ, সংকট নিরসনে কিনছে এক হাজার ডায়ালাইসিস যন্ত্র হ্যাকড হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ উদ্ধারে কাজ চলছে নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট প্লাস্টিক দূষণ রোধে কঠোর নীতিমালার পথে সরকার

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। মামলা দায়ের করার তিন ঘণ্টার মধ্যে পুলিশ ধর্ষক মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজীকে গ্রেপ্তার করেছে।

 

মামলার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কিশোরী ছড়ায় গোসল করতে যায়। এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুই যুবক ঐ কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে ধর্ষণ করে ও মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনায় কিশোরী ঐদিন বাদী হয়ে মামলা দায়ের করে।

 

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. খালেদ হোসেন জানান, মামলা দায়ের হওয়ার মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এজাহারে দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় আসামি মো. মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালেব গাজীকে (২৮) আটক করা হয়। ভুক্তভোগী গ্রেপ্তারকৃত আসামিদের শনাক্ত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জনপ্রিয়

এবার পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ, পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আশঙ্কা

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৭ ঘন্টা আগে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। মামলা দায়ের করার তিন ঘণ্টার মধ্যে পুলিশ ধর্ষক মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজীকে গ্রেপ্তার করেছে।

 

মামলার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই কিশোরী ছড়ায় গোসল করতে যায়। এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুই যুবক ঐ কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে ধর্ষণ করে ও মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনায় কিশোরী ঐদিন বাদী হয়ে মামলা দায়ের করে।

 

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. খালেদ হোসেন জানান, মামলা দায়ের হওয়ার মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এজাহারে দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় আসামি মো. মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালেব গাজীকে (২৮) আটক করা হয়। ভুক্তভোগী গ্রেপ্তারকৃত আসামিদের শনাক্ত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।