ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন এনআইডি সংশোধনে গতি আনতে ইসির নতুন ‘ক্র্যাশ প্রোগ্রাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার গুম প্রতিরোধে অধ্যাদেশ আনছে সরকার: আইন উপদেষ্টা সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন

ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন

কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য জুবায়ের পাটোয়ারি।

 

শিক্ষার্থীরা জানান, ছয় দফা দাবির বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা তিন সপ্তাহ সময় চেয়েছেন। মন্ত্রণালয় ও গঠিত কমিটির ওপর আস্থা রেখে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

তারা আরও জানান, সচিবালয় থেকে ঘোষিত কমিটির কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম শুরু করার আগে ঘটনাবলি পর্যালোচনা করবেন এবং ক্রাফটম্যানদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে তারা আদালতের স্থগিতাদেশ পুরোপুরি বাতিলের দাবি জানান।

জনপ্রিয়

ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন

ছয় দফা দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করল কারিগরি ছাত্র আন্দোলন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে

কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য জুবায়ের পাটোয়ারি।

 

শিক্ষার্থীরা জানান, ছয় দফা দাবির বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা তিন সপ্তাহ সময় চেয়েছেন। মন্ত্রণালয় ও গঠিত কমিটির ওপর আস্থা রেখে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

তারা আরও জানান, সচিবালয় থেকে ঘোষিত কমিটির কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম শুরু করার আগে ঘটনাবলি পর্যালোচনা করবেন এবং ক্রাফটম্যানদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে তারা আদালতের স্থগিতাদেশ পুরোপুরি বাতিলের দাবি জানান।