চট্টগ্রামে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা ছুড়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন। একজনের শ্বাসনালী পুড়ে গেছে।
রবিবার (২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপোর তিন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানিয়েছেন, দগ্ধ দুইজনকেই প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও দগ্ধ লায়লা বেগমের স্বামী মো. আব্বাস জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ি রাউজান থেকে কক্সবাজারের কুতুবদিয়া যাচ্ছিলেন তারা। পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে তারা সড়কে আগুন দেখতে পান। অটোরিকশার চালক আগুন পাশ কাটিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মুখোশধারী তিন দুর্বৃত্ত গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারেন।
সিএনজিচালিত অটোরিকশাটির চালক মো. জামি জানান, পেট্রলবোমা ছুড়ে মারার পর কিছু দূর গিয়ে তিনি গাড়ি থামান। এরপর আহত যাত্রীদের গায়ে পানি ঢালেন।