ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ছেলেকে বিক্রি, টাকায় কেনা মোবাইল-নূপুর-নথ! টাঙ্গাইলে মায়ের স্বীকারোক্তিতে চাঞ্চল্য

টাঙ্গাইলের মধুপুরে এক মা নিজের সন্তানকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন—এমন চাঞ্চল্যকর ঘটনা আলোড়ন তুলেছে স্থানীয়সহ সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ঘটনার পরপরই পুলিশি অভিযানে শিশুটিকে উদ্ধার করে ফের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার পৌরসভার পুন্ডুরা শেওড়াতলা এলাকায়। অভিযোগকারী শিশুটির বাবা রবিউল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় বিষয়টি জানালে পুলিশ রাতেই অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে নবজাতক তামিমকে উদ্ধার করে।

রবিউল জানান, ফেসবুকে পরিচয়ের সূত্রে দুই বছর আগে লিজাকে বিয়ে করেন। কিন্তু সংসারে আর্থিক অসচ্ছলতায় তাদের দাম্পত্য সম্পর্ক দ্রুতই তিক্ত হয়ে ওঠে। চার মাস আগে তাদের ঘরে আসে সন্তান তামিম। এরপরও স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হয়নি।

তিনি বলেন, “বৃহস্পতিবার জানতে পারি, আমার স্ত্রী আমাদের ছেলেকে ৪০ হাজার টাকায় সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে ভূঞাপুর থেকে নিয়ে এসে থানায় জানাই।”

লিজা নিজের ভুল স্বীকার করে বলেন, “ওই সময় আমার মাথা ঠিক ছিল না। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর, নাকের নথ আর জুতা কিনছি।”

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবির বলেন, “বিষয়টি জানার পরপরই আমরা অভিযান চালাই। শুক্রবার ভোরে শিশুটিকে উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। শিশু বিক্রির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকে বলছেন, দারিদ্র্য বা সম্পর্কের অবনতি যতই হোক, সন্তানের নিরাপত্তার জন্য সামাজিক সচেতনতা ও সরকারি সহায়তা বাড়ানো জরুরি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ছেলেকে বিক্রি, টাকায় কেনা মোবাইল-নূপুর-নথ! টাঙ্গাইলে মায়ের স্বীকারোক্তিতে চাঞ্চল্য

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে এক মা নিজের সন্তানকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন—এমন চাঞ্চল্যকর ঘটনা আলোড়ন তুলেছে স্থানীয়সহ সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ঘটনার পরপরই পুলিশি অভিযানে শিশুটিকে উদ্ধার করে ফের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার পৌরসভার পুন্ডুরা শেওড়াতলা এলাকায়। অভিযোগকারী শিশুটির বাবা রবিউল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় বিষয়টি জানালে পুলিশ রাতেই অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে নবজাতক তামিমকে উদ্ধার করে।

রবিউল জানান, ফেসবুকে পরিচয়ের সূত্রে দুই বছর আগে লিজাকে বিয়ে করেন। কিন্তু সংসারে আর্থিক অসচ্ছলতায় তাদের দাম্পত্য সম্পর্ক দ্রুতই তিক্ত হয়ে ওঠে। চার মাস আগে তাদের ঘরে আসে সন্তান তামিম। এরপরও স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হয়নি।

তিনি বলেন, “বৃহস্পতিবার জানতে পারি, আমার স্ত্রী আমাদের ছেলেকে ৪০ হাজার টাকায় সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে ভূঞাপুর থেকে নিয়ে এসে থানায় জানাই।”

লিজা নিজের ভুল স্বীকার করে বলেন, “ওই সময় আমার মাথা ঠিক ছিল না। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নূপুর, নাকের নথ আর জুতা কিনছি।”

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবির বলেন, “বিষয়টি জানার পরপরই আমরা অভিযান চালাই। শুক্রবার ভোরে শিশুটিকে উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। শিশু বিক্রির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকে বলছেন, দারিদ্র্য বা সম্পর্কের অবনতি যতই হোক, সন্তানের নিরাপত্তার জন্য সামাজিক সচেতনতা ও সরকারি সহায়তা বাড়ানো জরুরি।