ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় চাপাতি ঠেকিয়ে স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনতাই

রাজধানী ঢাকার পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে এই ঘটনা ঘটে।

 

ভিডিওতে দেখা যায়, রিকশায় করে দুইজন তরুণ-তরুণী একটি গলির মুখে এসে দাঁড়ান। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন এসে তাদের রিকশার সামনে থামেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দুইজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি-শার্ট। মুহূর্তেই সাদা টি-শার্ট ও কালো শার্ট পরা দুইজন মোটরসাইকেল থেকে নেমে যান। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করেন। তিনি রিকশায় বসে থাকা তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখান এবং তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি সোনার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেন।

 

 

ভিডিও ফুটেজে দেখা যায়, এক পর্যায়ে মোটরসাইকেলটিকে ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলের চালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যান। কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এগিয়ে এসে মোটরসাইকেলে ওঠেন। এ সময় রিকশায় তরুণীর সহযাত্রী তরুণ এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চান। তখন সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর তারা মোটরসাইকেলে উঠে চলে যান। তখন একজন নিরাপত্তারক্ষী লাঠি হাতে ঘটনাস্থলে আসেন।

 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ছিনতাইয়ে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের অভিযান চলছে।”

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় চাপাতি ঠেকিয়ে স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনতাই

প্রকাশিত: ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

রাজধানী ঢাকার পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে এই ঘটনা ঘটে।

 

ভিডিওতে দেখা যায়, রিকশায় করে দুইজন তরুণ-তরুণী একটি গলির মুখে এসে দাঁড়ান। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন এসে তাদের রিকশার সামনে থামেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দুইজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি-শার্ট। মুহূর্তেই সাদা টি-শার্ট ও কালো শার্ট পরা দুইজন মোটরসাইকেল থেকে নেমে যান। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করেন। তিনি রিকশায় বসে থাকা তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখান এবং তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি সোনার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেন।

 

 

ভিডিও ফুটেজে দেখা যায়, এক পর্যায়ে মোটরসাইকেলটিকে ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলের চালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যান। কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এগিয়ে এসে মোটরসাইকেলে ওঠেন। এ সময় রিকশায় তরুণীর সহযাত্রী তরুণ এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চান। তখন সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর তারা মোটরসাইকেলে উঠে চলে যান। তখন একজন নিরাপত্তারক্ষী লাঠি হাতে ঘটনাস্থলে আসেন।

 

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ছিনতাইয়ে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের অভিযান চলছে।”