ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে আসছে নতুন বিধিনিষেধ: আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত

জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে প্রচারের জন্য নতুনভাবে নির্বাচনী আচরণবিধি সংশোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই খসড়া আচরণবিধিতে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের নিয়ম, সীমাবদ্ধতা ও শাস্তির বিধান যুক্ত হচ্ছে।

 

নতুন আচরণবিধির মূল বিষয়গুলো হচ্ছে —

-নির্বাচনী প্রচার চালাতে চাইলে প্রার্থী বা এজেন্টকে ডিজিটাল অ্যাকাউন্ট, ইমেইল ও শনাক্তকরণ তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

-ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সকল ডিজিটাল/অনলাইন প্রচার বন্ধ করতে হবে।

-অনলাইনে ব্যক্তিগত চরিত্র হনন, উসকানিমূলক বক্তব্য, সাম্প্রদায়িকতা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত—এসব নিষিদ্ধ।

-বুস্টিং, বিজ্ঞাপন ও স্পনসরশিপ–সব খরচ নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে দেখাতে হবে।

-বিদেশি অর্থায়নে ডিজিটাল প্রচার নিষিদ্ধ।

-আচরণবিধি লঙ্ঘন করলে জেল, জরিমানা ও সাইবার সুরক্ষা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বর্তমানে প্রার্থীরা প্রচুর ডিজিটাল প্রচারণা চালালেও তা কোনো নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় না, আর নির্বাচনী খরচ হিসাবেও তা দেখানো হয় না। ২০০৮ সালের আচরণবিধিতে ডিজিটাল মাধ্যমের উল্লেখ না থাকায় বর্তমান বাস্তবতায় এই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন বিশেষজ্ঞদের সুপারিশেও এই পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছিল। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, এই খসড়া প্রায় চূড়ান্ত, এবং শিগগিরই কমিশন সভায় তা উপস্থাপন করা হবে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে আসছে নতুন বিধিনিষেধ: আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে প্রচারের জন্য নতুনভাবে নির্বাচনী আচরণবিধি সংশোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই খসড়া আচরণবিধিতে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের নিয়ম, সীমাবদ্ধতা ও শাস্তির বিধান যুক্ত হচ্ছে।

 

নতুন আচরণবিধির মূল বিষয়গুলো হচ্ছে —

-নির্বাচনী প্রচার চালাতে চাইলে প্রার্থী বা এজেন্টকে ডিজিটাল অ্যাকাউন্ট, ইমেইল ও শনাক্তকরণ তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

-ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সকল ডিজিটাল/অনলাইন প্রচার বন্ধ করতে হবে।

-অনলাইনে ব্যক্তিগত চরিত্র হনন, উসকানিমূলক বক্তব্য, সাম্প্রদায়িকতা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত—এসব নিষিদ্ধ।

-বুস্টিং, বিজ্ঞাপন ও স্পনসরশিপ–সব খরচ নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে দেখাতে হবে।

-বিদেশি অর্থায়নে ডিজিটাল প্রচার নিষিদ্ধ।

-আচরণবিধি লঙ্ঘন করলে জেল, জরিমানা ও সাইবার সুরক্ষা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বর্তমানে প্রার্থীরা প্রচুর ডিজিটাল প্রচারণা চালালেও তা কোনো নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় না, আর নির্বাচনী খরচ হিসাবেও তা দেখানো হয় না। ২০০৮ সালের আচরণবিধিতে ডিজিটাল মাধ্যমের উল্লেখ না থাকায় বর্তমান বাস্তবতায় এই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন বিশেষজ্ঞদের সুপারিশেও এই পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছিল। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, এই খসড়া প্রায় চূড়ান্ত, এবং শিগগিরই কমিশন সভায় তা উপস্থাপন করা হবে।