ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

ড. খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত

প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে নতুন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তার পদবি হবে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ’।

 

বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, ড. খলিলুর রহমান এখন থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয়েও সহযোগিতা করবেন।

 

দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় ড. রহমান বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থার জন্য আমি কৃতজ্ঞ। আমি দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সচেতন এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

 

ড. খলিলুর রহমানের পেশাগত জীবন:

–১৯৭৭ সালে স্বাধীনতার পর প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন।

–১৯৭৯ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে যোগদান।

–জাতিসংঘে দীর্ঘ ২৫ বছর ধরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

–২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন।

–২০২৪ সালের নভেম্বরে উপদেষ্টা মর্যাদায় রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত হন।

 

শিক্ষাগত যোগ্যতা:

–ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ, প্রথম শ্রেণীতে প্রথম।

–ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (টাফ্টস বিশ্ববিদ্যালয়) ও কেনেডি স্কুল অব গভর্নমেন্ট (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়) থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ড. খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে নতুন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তার পদবি হবে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ’।

 

বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, ড. খলিলুর রহমান এখন থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয়েও সহযোগিতা করবেন।

 

দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় ড. রহমান বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থার জন্য আমি কৃতজ্ঞ। আমি দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সচেতন এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

 

ড. খলিলুর রহমানের পেশাগত জীবন:

–১৯৭৭ সালে স্বাধীনতার পর প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন।

–১৯৭৯ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে যোগদান।

–জাতিসংঘে দীর্ঘ ২৫ বছর ধরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

–২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার একান্ত সচিব ছিলেন।

–২০২৪ সালের নভেম্বরে উপদেষ্টা মর্যাদায় রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত হন।

 

শিক্ষাগত যোগ্যতা:

–ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ, প্রথম শ্রেণীতে প্রথম।

–ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (টাফ্টস বিশ্ববিদ্যালয়) ও কেনেডি স্কুল অব গভর্নমেন্ট (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়) থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি।