ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

পাংশায় চুরি হওয়া দেড় মাসের শিশু উদ্ধার, তরুণী আটক

রাজবাড়ীর পাংশা উপজেলায় চুরি হওয়া দেড় মাস বয়সি এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশু চুরির অভিযোগে আটক করা হয়েছে হালিমা খাতুন (১৮) নামের এক তরুণীকে। বর্তমানে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায়।

 

আটক হালিমা খাতুন, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

 

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “সন্ধ্যার দিকে পাংশার পপুলার ক্লিনিকের সামনে এক তরুণীকে শিশুকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা তাকে পাংশা সেনা ক্যাম্পে নিয়ে যান। সেনা ক্যাম্প থেকে পুলিশে খবর দেওয়া হলে দু’জনকেই থানায় আনা হয়।”

 

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হালিমা খাতুন দাবি করেন, তার স্বামী ঢাকার কমলাপুর থেকে শিশুটিকে এনে দিয়েছে, তবে শিশুটি কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। তিনি এই বিষয়ে অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন।

 

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, তরুণীর চুরির অভ্যাস রয়েছে। ধারণা করা হচ্ছে, সে শিশুটিকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে কোথাও নিয়ে যাচ্ছিল। শিশুটিকে উদ্ধারের পর পাংশা উপজেলা সমাজসেবা অফিসের হেফাজতে রাখা হয়েছে।”

 

শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ শিশুটিকে চিনতে পারলে ০১৩২০-১০১৪২১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

 

ঘটনার বিষয়ে আলাদা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

পাংশায় চুরি হওয়া দেড় মাসের শিশু উদ্ধার, তরুণী আটক

প্রকাশিত: ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

রাজবাড়ীর পাংশা উপজেলায় চুরি হওয়া দেড় মাস বয়সি এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশু চুরির অভিযোগে আটক করা হয়েছে হালিমা খাতুন (১৮) নামের এক তরুণীকে। বর্তমানে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায়।

 

আটক হালিমা খাতুন, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।

 

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “সন্ধ্যার দিকে পাংশার পপুলার ক্লিনিকের সামনে এক তরুণীকে শিশুকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা তাকে পাংশা সেনা ক্যাম্পে নিয়ে যান। সেনা ক্যাম্প থেকে পুলিশে খবর দেওয়া হলে দু’জনকেই থানায় আনা হয়।”

 

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হালিমা খাতুন দাবি করেন, তার স্বামী ঢাকার কমলাপুর থেকে শিশুটিকে এনে দিয়েছে, তবে শিশুটি কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। তিনি এই বিষয়ে অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন।

 

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, তরুণীর চুরির অভ্যাস রয়েছে। ধারণা করা হচ্ছে, সে শিশুটিকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে কোথাও নিয়ে যাচ্ছিল। শিশুটিকে উদ্ধারের পর পাংশা উপজেলা সমাজসেবা অফিসের হেফাজতে রাখা হয়েছে।”

 

শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ শিশুটিকে চিনতে পারলে ০১৩২০-১০১৪২১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

 

ঘটনার বিষয়ে আলাদা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।