রাজবাড়ীর পাংশা উপজেলায় চুরি হওয়া দেড় মাস বয়সি এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশু চুরির অভিযোগে আটক করা হয়েছে হালিমা খাতুন (১৮) নামের এক তরুণীকে। বর্তমানে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায়।
আটক হালিমা খাতুন, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “সন্ধ্যার দিকে পাংশার পপুলার ক্লিনিকের সামনে এক তরুণীকে শিশুকে কোলে নিয়ে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা তাকে পাংশা সেনা ক্যাম্পে নিয়ে যান। সেনা ক্যাম্প থেকে পুলিশে খবর দেওয়া হলে দু’জনকেই থানায় আনা হয়।”
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হালিমা খাতুন দাবি করেন, তার স্বামী ঢাকার কমলাপুর থেকে শিশুটিকে এনে দিয়েছে, তবে শিশুটি কোথা থেকে এসেছে তা তিনি জানেন না। তিনি এই বিষয়ে অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন।
ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, তরুণীর চুরির অভ্যাস রয়েছে। ধারণা করা হচ্ছে, সে শিশুটিকে চুরি করে বিক্রির উদ্দেশ্যে কোথাও নিয়ে যাচ্ছিল। শিশুটিকে উদ্ধারের পর পাংশা উপজেলা সমাজসেবা অফিসের হেফাজতে রাখা হয়েছে।”
শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ শিশুটিকে চিনতে পারলে ০১৩২০-১০১৪২১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
ঘটনার বিষয়ে আলাদা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।