চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন আগামী ১৪ মে (বুধবার) অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ থেকে ৩০ মার্চ শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শনিবার (১৫ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত উত্তীর্ণ স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর এবং ২০১৪ থেকে সাল পর্যন্ত অন্যান্য পরীক্ষায় ডিগ্রি অর্জনকারীদের সনদ ও চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হবে।
সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এ পাওয়া যাবে।