ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

মানসম্মত শিক্ষা নিশ্চিতে শূন্য পদে লোকবল নিয়োগ দেবে সরকার

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। শূন্য পদে শিক্ষক ও কর্মকর্তাদের স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের জন্য সরকার কজ করে যাচ্ছে।

শনিবার (১৫ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষকরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। আর আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি পড়তে ও লিখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া একটি শিশু যাতে প্রাথমিকভাবে অংকে পারদর্শী হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে আনতে কাজ করছে। শিক্ষকদের সুবিধার জন্য তাদের বদলির প্রক্রিয়া ইতোমধ্যে অনলাইনে নিয়ে আসা হয়েছে। এছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কী পরিমাণ জনবল আছে।

পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

মানসম্মত শিক্ষা নিশ্চিতে শূন্য পদে লোকবল নিয়োগ দেবে সরকার

প্রকাশিত: ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। শূন্য পদে শিক্ষক ও কর্মকর্তাদের স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের জন্য সরকার কজ করে যাচ্ছে।

শনিবার (১৫ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষকরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। আর আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি পড়তে ও লিখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া একটি শিশু যাতে প্রাথমিকভাবে অংকে পারদর্শী হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে আনতে কাজ করছে। শিক্ষকদের সুবিধার জন্য তাদের বদলির প্রক্রিয়া ইতোমধ্যে অনলাইনে নিয়ে আসা হয়েছে। এছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কী পরিমাণ জনবল আছে।

পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।