ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

রোহিঙ্গা ক্যাম্পে ইফতার মাহফিলে পদদলিত; নিহত ১, আহত ২!

কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলে প্রবেশের সময় পদদলিত হয়ে নেয়ামত উল্লাহ (৭০) নামে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।আহতরা হলেন, একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ। গুরুতর আহত আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে গিয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে নেয়ামত উল্লাহ মারা যান বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

 

এই ইফতার মাহফিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। লাখো রোহিঙ্গার অংশগ্রহণে আয়োজিত এই মাহফিলে প্রচণ্ড ভিড়ের কারণে দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় প্রশাসন ও রোহিঙ্গা নেতারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

রোহিঙ্গা ক্যাম্পে ইফতার মাহফিলে পদদলিত; নিহত ১, আহত ২!

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

কক্সবাজারের উখিয়ায় লাখো রোহিঙ্গার অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলে প্রবেশের সময় পদদলিত হয়ে নেয়ামত উল্লাহ (৭০) নামে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।আহতরা হলেন, একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ। গুরুতর আহত আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে গিয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে নেয়ামত উল্লাহ মারা যান বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

 

এই ইফতার মাহফিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। লাখো রোহিঙ্গার অংশগ্রহণে আয়োজিত এই মাহফিলে প্রচণ্ড ভিড়ের কারণে দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় প্রশাসন ও রোহিঙ্গা নেতারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।