ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও

অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে আরও ৫০ জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টি, পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ মার্চ রাত থেকে ২৪ ঘন্টার বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

এ সময় অভিযানে সিএমপির ডবলমুরিং মডেল থানা, বায়েজিদ বোস্তামী, হালিশহর, বাকলিয়া, সদরঘাট, বন্দর, চকবাজার, কর্ণফুলী, পাঁচলাইশ, চান্দগাঁও, আকবরশাহ, পাহাড়তলী, কোতোয়ালী, ইপিজেড, খুলশী ও পতেঙ্গা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ডবলমুরিং মডেল থানার মোঃ রুবেল (৩৪), মোঃ রজমান আলী (২৮), আব্দুল মালেক (২৪), জীবন চক্রবর্তী (২১), টুটুল মিয়া (২৪), মোঃ ইয়াসিন (২০) ও মোঃ সোহেল (২২)।

 

এছাড়া, বায়েজিদ বোস্তামী থানার মোঃ শহীদুল ইসলাম শহীদ (২২), আহসান হাবীব (২০), মোঃ রেজাউল (২০) এবং হালিশহর থানার ফয়সাল আবছার জিসান (৩৫), মোঃ সাব্বির হোসেন (১৯) সহ আরও অনেকে।

 

এছাড়া, সদরঘাট ঘাট ও গুদাম শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনির চৌকিদার (৪২), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ (৫০) এবং বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ সেকান্দার আলম বাবর (৪৫) কে এই অভিযানে গ্রেফতার করা হয়।

 

সিএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগও রয়েছে।

 

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামে আরও ৫০ জন গ্রেফতার

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্থিতিশীলতা সৃষ্টি, পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ মার্চ রাত থেকে ২৪ ঘন্টার বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

এ সময় অভিযানে সিএমপির ডবলমুরিং মডেল থানা, বায়েজিদ বোস্তামী, হালিশহর, বাকলিয়া, সদরঘাট, বন্দর, চকবাজার, কর্ণফুলী, পাঁচলাইশ, চান্দগাঁও, আকবরশাহ, পাহাড়তলী, কোতোয়ালী, ইপিজেড, খুলশী ও পতেঙ্গা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ডবলমুরিং মডেল থানার মোঃ রুবেল (৩৪), মোঃ রজমান আলী (২৮), আব্দুল মালেক (২৪), জীবন চক্রবর্তী (২১), টুটুল মিয়া (২৪), মোঃ ইয়াসিন (২০) ও মোঃ সোহেল (২২)।

 

এছাড়া, বায়েজিদ বোস্তামী থানার মোঃ শহীদুল ইসলাম শহীদ (২২), আহসান হাবীব (২০), মোঃ রেজাউল (২০) এবং হালিশহর থানার ফয়সাল আবছার জিসান (৩৫), মোঃ সাব্বির হোসেন (১৯) সহ আরও অনেকে।

 

এছাড়া, সদরঘাট ঘাট ও গুদাম শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনির চৌকিদার (৪২), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ (৫০) এবং বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মোঃ সেকান্দার আলম বাবর (৪৫) কে এই অভিযানে গ্রেফতার করা হয়।

 

সিএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগও রয়েছে।

 

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।