ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকরা রাত ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। জানাজা শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে, এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ক্যাম্পাসেও দ্বিতীয় জানাজার আয়োজন করা হতে পারে।

 

এর আগে, ৬ মার্চ দুপুর সোয়া ২টার দিকে সুস্থ অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলার পর, আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে হঠাৎ পড়ে যান তিনি। দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় জানা যায়, তিনি স্ট্রোক করেছেন এবং মাথায় আঘাত পেয়েছেন। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ২০১৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিকের মৃত্যু

প্রকাশিত: ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকরা রাত ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। জানাজা শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে, এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ক্যাম্পাসেও দ্বিতীয় জানাজার আয়োজন করা হতে পারে।

 

এর আগে, ৬ মার্চ দুপুর সোয়া ২টার দিকে সুস্থ অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলার পর, আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে হঠাৎ পড়ে যান তিনি। দ্রুত তাকে বারডেম হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় জানা যায়, তিনি স্ট্রোক করেছেন এবং মাথায় আঘাত পেয়েছেন। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ২০১৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন।