ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

কোটা পদ্ধতি প্রয়োগ, কমলো বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসার হার

ওমরাহ ভিসার হার কমালো সৌদি সরকার, চালু হলো কোটা পদ্ধতি।পবিত্র ওমরাহ পালনে ভিসা দেওয়ার হার কমিয়ে দিয়েছে সৌদি সরকার। চলতি মাস থেকে ভিসা প্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে দেশটি। বর্তমানে ঢাকার সৌদি দূতাবাস বাংলাদেশিদের মাত্র ১০ শতাংশকে ওমরাহ ভিসা দিচ্ছে।

 

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগে ১০০টি ভিসার আবেদনের বিপরীতে ১০০টিই মঞ্জুর হতো, তবে বর্তমানে মাত্র ৮-১০ শতাংশ ভিসা দেওয়া হচ্ছে। ৫ মার্চ থেকে এই সীমাবদ্ধতা কার্যকর হয়েছে, যদিও এর কোনো কারণ জানানো হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হবে।

এদিকে, আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না। সৌদি সরকারের নির্দেশনা অনুসারে ধর্ম মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে সৌদি আরব ২০২৫ সালের হজের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে হলে এই নির্দেশনা মেনে চলতে হবে।

 

জানতে চাইলে উপসচিব মামুন আল ফারুক বলেন, “সৌদি সরকারের নিয়ম আমাদের মানতেই হয়। ১৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে চাইলে তাদের অবশ্যই প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সম্পন্ন করতে হবে।”

 

ওমরাহ ভিসা সংকট সম্পর্কে তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে অবগত আছে, তবে ওমরাহ ভিসার বিষয়টি সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে পরিচালিত হয়। ফলে এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

কোটা পদ্ধতি প্রয়োগ, কমলো বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসার হার

প্রকাশিত: ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ওমরাহ ভিসার হার কমালো সৌদি সরকার, চালু হলো কোটা পদ্ধতি।পবিত্র ওমরাহ পালনে ভিসা দেওয়ার হার কমিয়ে দিয়েছে সৌদি সরকার। চলতি মাস থেকে ভিসা প্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে দেশটি। বর্তমানে ঢাকার সৌদি দূতাবাস বাংলাদেশিদের মাত্র ১০ শতাংশকে ওমরাহ ভিসা দিচ্ছে।

 

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগে ১০০টি ভিসার আবেদনের বিপরীতে ১০০টিই মঞ্জুর হতো, তবে বর্তমানে মাত্র ৮-১০ শতাংশ ভিসা দেওয়া হচ্ছে। ৫ মার্চ থেকে এই সীমাবদ্ধতা কার্যকর হয়েছে, যদিও এর কোনো কারণ জানানো হয়নি। তিনি আশা প্রকাশ করেন, ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এ সমস্যার সমাধান হবে।

এদিকে, আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবে না। সৌদি সরকারের নির্দেশনা অনুসারে ধর্ম মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে সৌদি আরব ২০২৫ সালের হজের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে হলে এই নির্দেশনা মেনে চলতে হবে।

 

জানতে চাইলে উপসচিব মামুন আল ফারুক বলেন, “সৌদি সরকারের নিয়ম আমাদের মানতেই হয়। ১৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে চাইলে তাদের অবশ্যই প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সম্পন্ন করতে হবে।”

 

ওমরাহ ভিসা সংকট সম্পর্কে তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে অবগত আছে, তবে ওমরাহ ভিসার বিষয়টি সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে পরিচালিত হয়। ফলে এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই।