আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে হঠাৎ করেই এ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদ উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিতরণ বন্ধ থাকবে। একই সঙ্গে ব্যাংকের শাখায় সংরক্ষিত নতুন নোট বিনিময় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর নগদ লেনদেন পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে সম্পন্ন করতে বলা হয়েছে।
যদিও বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কারণ উল্লেখ করেনি, তবে গুঞ্জন রয়েছে যে, নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ আপত্তি তুলেছে। এ পরিস্থিতিতে ঈদের আগে নতুন নোট বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নতুন ডিজাইনের নোট খুব শিগগিরই বাজারে আসবে, যা মে মাসের শেষ নাগাদ প্রচলনে আসতে পারে। এখন নতুন নোট বিতরণ করলে তা বিলম্বিত হতে পারে, এ কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এবারের ঈদে নতুন নোটের কোনো বিনিময় হবে না। প্রচলিত নোট ব্যবহারের ধারাবাহিকতা বজায় থাকবে। পুলিশ, সাংবাদিক, চাকরিজীবী—কেউই নতুন নোট পাবেন না, এমনকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও নয়।