ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি
ঈদ উপলক্ষে নোট না আসলেও,

মে মাসে আসতে পারে নতুন নোট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে হঠাৎ করেই এ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদ উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিতরণ বন্ধ থাকবে। একই সঙ্গে ব্যাংকের শাখায় সংরক্ষিত নতুন নোট বিনিময় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর নগদ লেনদেন পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে সম্পন্ন করতে বলা হয়েছে।

যদিও বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কারণ উল্লেখ করেনি, তবে গুঞ্জন রয়েছে যে, নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ আপত্তি তুলেছে। এ পরিস্থিতিতে ঈদের আগে নতুন নোট বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নতুন ডিজাইনের নোট খুব শিগগিরই বাজারে আসবে, যা মে মাসের শেষ নাগাদ প্রচলনে আসতে পারে। এখন নতুন নোট বিতরণ করলে তা বিলম্বিত হতে পারে, এ কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এবারের ঈদে নতুন নোটের কোনো বিনিময় হবে না। প্রচলিত নোট ব্যবহারের ধারাবাহিকতা বজায় থাকবে। পুলিশ, সাংবাদিক, চাকরিজীবী—কেউই নতুন নোট পাবেন না, এমনকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও নয়।

 

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ঈদ উপলক্ষে নোট না আসলেও,

মে মাসে আসতে পারে নতুন নোট

প্রকাশিত: ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে হঠাৎ করেই এ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদ উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিতরণ বন্ধ থাকবে। একই সঙ্গে ব্যাংকের শাখায় সংরক্ষিত নতুন নোট বিনিময় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর নগদ লেনদেন পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে সম্পন্ন করতে বলা হয়েছে।

যদিও বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কারণ উল্লেখ করেনি, তবে গুঞ্জন রয়েছে যে, নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ আপত্তি তুলেছে। এ পরিস্থিতিতে ঈদের আগে নতুন নোট বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নতুন ডিজাইনের নোট খুব শিগগিরই বাজারে আসবে, যা মে মাসের শেষ নাগাদ প্রচলনে আসতে পারে। এখন নতুন নোট বিতরণ করলে তা বিলম্বিত হতে পারে, এ কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এবারের ঈদে নতুন নোটের কোনো বিনিময় হবে না। প্রচলিত নোট ব্যবহারের ধারাবাহিকতা বজায় থাকবে। পুলিশ, সাংবাদিক, চাকরিজীবী—কেউই নতুন নোট পাবেন না, এমনকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও নয়।