ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

বাঁশখালীতে শিক্ষার্থী অপহরণ, তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি

চট্টগ্রামের বাঁশখালীতে মো. জাহিদুর রহমান ঈশান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। ঈশান উপজেলার বাহারচরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম ইলশা গ্রামের মো. ইলিয়াসের ২য় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈশান জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসার ১ম বর্ষের ছাত্র। সোমবার (৭ অক্টোবর) বিকেলে বন্ধুর সাথে দেখা করবে বলে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি। রাত হয়ে গেলে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন মঙ্গলবার এক অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিন লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ঈশানকে নিয়ে যেতে বলে ফোন কেঁটে দেয় অপহৃত চক্র।

আজ বৃহস্পতিবার ঈশানের বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর মা জেসমিন সুলতানা মন্টু ছেলের জন্য বিলাপ করছেন। দৈনিক আজাদীকে তিনি বলেন, একটা লোক কমপক্ষে ২০ বারের উপরে ফোন করে টাকা দাবি করেছে এবং এসব কথা বাইরে কাউকে বললে ছেলের ক্ষতি হবে বলে হুশিয়ারিও দেয়। আমি কেঁদে কেঁদে বলি, আমি গরিব মানুষ, আমার স্বামী ছোট একটা মসজিদে ইমামতি করে, এত টাকা কোথায় পাব। আপনারা আমার ছেলের ক্ষতি করবেন আল্লাহর দোহায় লাগে। এরপর ঐ লোক বলে যতটাকা যোগাড় হইছে তত টাকা পাঠান। এর মধ্যে আমার ছেলের সাথে একবার কথা বলিয়ে দেয়। ছেলে বলে তাকে আটকে রেখেছে উখিয়ায়। আমার বড় ছেলে বর্তমানে উখিয়ার দিকে রওনা দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, লোকমুখে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানায়নি। বিষয়টির খোঁজ নিয়ে আমার পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হলে করব।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, থানায় একটা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবার থেকে অপহরণের বিষয়টি জানায়নি। তারপরেও আমাদের তৎপরতা চলমান।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

বাঁশখালীতে শিক্ষার্থী অপহরণ, তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের বাঁশখালীতে মো. জাহিদুর রহমান ঈশান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। ঈশান উপজেলার বাহারচরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম ইলশা গ্রামের মো. ইলিয়াসের ২য় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈশান জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসার ১ম বর্ষের ছাত্র। সোমবার (৭ অক্টোবর) বিকেলে বন্ধুর সাথে দেখা করবে বলে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি। রাত হয়ে গেলে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন মঙ্গলবার এক অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিন লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ঈশানকে নিয়ে যেতে বলে ফোন কেঁটে দেয় অপহৃত চক্র।

আজ বৃহস্পতিবার ঈশানের বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর মা জেসমিন সুলতানা মন্টু ছেলের জন্য বিলাপ করছেন। দৈনিক আজাদীকে তিনি বলেন, একটা লোক কমপক্ষে ২০ বারের উপরে ফোন করে টাকা দাবি করেছে এবং এসব কথা বাইরে কাউকে বললে ছেলের ক্ষতি হবে বলে হুশিয়ারিও দেয়। আমি কেঁদে কেঁদে বলি, আমি গরিব মানুষ, আমার স্বামী ছোট একটা মসজিদে ইমামতি করে, এত টাকা কোথায় পাব। আপনারা আমার ছেলের ক্ষতি করবেন আল্লাহর দোহায় লাগে। এরপর ঐ লোক বলে যতটাকা যোগাড় হইছে তত টাকা পাঠান। এর মধ্যে আমার ছেলের সাথে একবার কথা বলিয়ে দেয়। ছেলে বলে তাকে আটকে রেখেছে উখিয়ায়। আমার বড় ছেলে বর্তমানে উখিয়ার দিকে রওনা দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, লোকমুখে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানায়নি। বিষয়টির খোঁজ নিয়ে আমার পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হলে করব।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, থানায় একটা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবার থেকে অপহরণের বিষয়টি জানায়নি। তারপরেও আমাদের তৎপরতা চলমান।