ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক
রমজানে চাটগাঁবাসীর জনদুর্ভোগ

সাগরিকায় ওয়াসার ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে সময় লাগবে আরও একদিন

নগরের সাগরিকা এলাকায় ওয়াসার কেটে যাওয়া পাইপ লাইন মেরামতে সময় লাগবে আরও একদিন। রাতদিন মেরামতের কাজ চলছে। আজ সারাদিন মেরামতের কাজ শেষ করে ক্ষতিগ্রস্ত পাইপ লাইনে পানি সরবরাহ করে ট্রায়াল দেয়া হবে। এরপর আগামীকাল বুধবার থেকে পর্যায়ক্রমে পানি সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন।

 

তিনি গতকাল রাতে আজাদীকে বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ তাদের একটি প্রকল্পের কাজ চলাকালে গত শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন কাটা পড়েছে। প্রধান সঞ্চালন লাইন কাটার পড়ার কারণে এটা মেরামত করতে সময় লাগছে। আমরা রাতদিন মেরামতের কাজ করছি।

 

এদিকে গত শনিবার রাতে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন কাটা পড়ার পর থেকে নগরীর বিশাল এলাকা জুড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে গত রবিবার এবং গতকাল সোমবার দুইদিন নগরীর আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, হালিশহর, বড়পুল, ছোটপুল, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ বিশাল এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

 

প্রধান সঞ্চালন লাইন কাটা পড়ার কারণে নগরীর বিশাল একটি অংশে পানি সরবরাহ বির্ঘ্নিত হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এই সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত হওয়ায় হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

রমজানে চাটগাঁবাসীর জনদুর্ভোগ

সাগরিকায় ওয়াসার ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে সময় লাগবে আরও একদিন

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

নগরের সাগরিকা এলাকায় ওয়াসার কেটে যাওয়া পাইপ লাইন মেরামতে সময় লাগবে আরও একদিন। রাতদিন মেরামতের কাজ চলছে। আজ সারাদিন মেরামতের কাজ শেষ করে ক্ষতিগ্রস্ত পাইপ লাইনে পানি সরবরাহ করে ট্রায়াল দেয়া হবে। এরপর আগামীকাল বুধবার থেকে পর্যায়ক্রমে পানি সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন।

 

তিনি গতকাল রাতে আজাদীকে বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ তাদের একটি প্রকল্পের কাজ চলাকালে গত শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন কাটা পড়েছে। প্রধান সঞ্চালন লাইন কাটার পড়ার কারণে এটা মেরামত করতে সময় লাগছে। আমরা রাতদিন মেরামতের কাজ করছি।

 

এদিকে গত শনিবার রাতে চট্টগ্রাম ওয়াসার ১১০০ এম এম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন কাটা পড়ার পর থেকে নগরীর বিশাল এলাকা জুড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে গত রবিবার এবং গতকাল সোমবার দুইদিন নগরীর আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, হালিশহর, বড়পুল, ছোটপুল, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ বিশাল এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

 

প্রধান সঞ্চালন লাইন কাটা পড়ার কারণে নগরীর বিশাল একটি অংশে পানি সরবরাহ বির্ঘ্নিত হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এই সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত হওয়ায় হালিশহর এলিভেটেট ট্যাংক হয়ে আগ্রাবাদ বা/এ, সিডিএ আ/এ, পশ্চিম মাদারবাড়ি, হালিশহর, বড়পুল, ছোটপুল, বেপারীপাড়া, গোসাইলডাঙ্গা, পানওয়ালাপাড়া, পোস্তারপাড়, ধনিওয়ালাপাড়া, কদমতলী, হাজীপাড়া, শান্তিবাগ, মুহুরীপাড়া, পাহাড়তলী, ঈদগাঁ, দেওয়ানহাটসহ তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।