ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

পাকিস্তানে ইফতারের সময় গাড়িবোমা হামলা, ১২ বেসামরিক নিহত

পাকিস্তানে একটি গাড়িবোমা হামলার ঘটনায় তিন শিশুসহ কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক কম্পাউন্ডে দুটি বিস্ফোরক-বোঝাই গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এএফপির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। পবিত্র রমজান মাসের ইফতারের সময়ই ওই হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় লোকজন যখন ইফতার করছিল এমন সময় বিস্ফোরণ ঘটে এবং এরপরই গোলাগুলির শব্দ শোনা যায়।

পবিত্র রমজান মাসে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এ ধরনের হামলা ক্ষমার অযোগ্য।

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা গভীর রাতে এএফপিকে বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিন শিশু এবং দুই নারী রয়েছে। এছাড়া আরও ৩২ জন আহত হয়েছে।

একজন গোয়েন্দা কর্মকর্তা এর আগে এএফপিকে বলেছিলেন যে, আত্মঘাতী বোমা হামলার পর ১২ জন জঙ্গি ওই কম্পাউন্ডে হামলা চালানোর চেষ্টা করেছিল এবং ছয়জন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিস্ফোরণের ফলে দুটি চার ফুট লম্বা গর্ত তৈরি হয়েছে এবং এর তীব্রতার কারণে এলাকার কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি অংশ। ওই গোষ্ঠী ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধে আফগান তালেবানদের সক্রিয়ভাবে সমর্থন করে আসছে।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

পাকিস্তানে ইফতারের সময় গাড়িবোমা হামলা, ১২ বেসামরিক নিহত

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

পাকিস্তানে একটি গাড়িবোমা হামলার ঘটনায় তিন শিশুসহ কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক কম্পাউন্ডে দুটি বিস্ফোরক-বোঝাই গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর এএফপির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। পবিত্র রমজান মাসের ইফতারের সময়ই ওই হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় লোকজন যখন ইফতার করছিল এমন সময় বিস্ফোরণ ঘটে এবং এরপরই গোলাগুলির শব্দ শোনা যায়।

পবিত্র রমজান মাসে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এ ধরনের হামলা ক্ষমার অযোগ্য।

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা গভীর রাতে এএফপিকে বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিন শিশু এবং দুই নারী রয়েছে। এছাড়া আরও ৩২ জন আহত হয়েছে।

একজন গোয়েন্দা কর্মকর্তা এর আগে এএফপিকে বলেছিলেন যে, আত্মঘাতী বোমা হামলার পর ১২ জন জঙ্গি ওই কম্পাউন্ডে হামলা চালানোর চেষ্টা করেছিল এবং ছয়জন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিস্ফোরণের ফলে দুটি চার ফুট লম্বা গর্ত তৈরি হয়েছে এবং এর তীব্রতার কারণে এলাকার কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি অংশ। ওই গোষ্ঠী ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধে আফগান তালেবানদের সক্রিয়ভাবে সমর্থন করে আসছে।