দেশের ৪১ জেলায় সিভিল সার্জন পদে রদবদল এনেছে সরকার। সম্প্রতি ২৯টি জেলার সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর সেগুলোতে নতুন পদায়নসহ আরও কিছু জেলায় রদবদল আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়ন করা কর্মকর্তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
প্রথম প্রজ্ঞাপনের ১২ জেলায় নিয়োগ পাওয়া সিভিল সার্জনরা হলেন:
– রাজবাড়ীতে (চলতি দায়িত্ব) ডা. এস এম মাসুদ
– চাঁপাইনবাবগঞ্জে ডা. এ কে এম শাহাব উদ্দিন
– বগুড়ায় ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম
– বাগেরহাটে ডা. আ স ম মাহবুবুল আলম
– রাজশাহীতে ডা. এস আই এম রাজিউল করিম
– কুমিল্লায় ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ
– ঝিনাইদহে ডা. মো. কামরুজ্জামান
– ময়মনসিংহে ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান
– বান্দরবানে ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী
– লক্ষ্মীপুরে ডا. মোহাম্মদ আবু হাসান শাহীন
– খুলনায় ডা. মোছা. মাহফুজা খাতুন
– মাদারীপুরে ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল
দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯ জেলায় নিয়োগ পাওয়া সিভিল সার্জনরা হলেন:
– বরিশালে (চলতি দায়িত্ব) ডা. এস এম মনজুর-এ-এলাহী
– কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন
– গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা
– শরীয়তপুরে ডা. মো. রেহান উদ্দিন
– সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন
– নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি
– পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান
– কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক
– ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর
– ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম
– পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ
– শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন
– জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক
– পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া
– মেহেরপুরে ডা. এ কে এম আবু সাঈদ
– নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান
– টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু
– পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান
– ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা
– কুড়িগ্রামে ডা. মো. আল মামুন
– গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান
– জয়পুরহাটে ডা. স্বপন কুমার বিশ্বাস
– লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম
– কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা
– বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ
– নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম
– রংপুরে ডা. শাহীন সুলতানা
– নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক
– মানিকগঞ্জে ডা. আসিফ মাহমুদ
এই পদায়নের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।