ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্য দিতে গিয়ে জামিল আহমেদ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং লিখিত পদত্যাগপত্র শিল্পকলা একাডেমির সচিবের হাতে তুলে দেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, মন্ত্রণালয় ও একাডেমির বিভিন্ন অসহযোগিতার কারণে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না।

যদিও শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেছেন, মহাপরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করার এখতিয়ার তার নেই। তিনি দর্শকদের সামনে বলেন, “শিল্পকলার সচিব হিসেবে এটি হাতে নিয়েছি, তবে এখনো কোনো কর্মকর্তা বা কর্মচারী এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি।”

উল্লেখ্য, টানা ১৩ বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১২ আগস্ট তিনি পদ ছাড়েন। এরপর ১০ সেপ্টেম্বর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন জামিল আহমেদ।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের

প্রকাশিত: ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্য দিতে গিয়ে জামিল আহমেদ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং লিখিত পদত্যাগপত্র শিল্পকলা একাডেমির সচিবের হাতে তুলে দেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, মন্ত্রণালয় ও একাডেমির বিভিন্ন অসহযোগিতার কারণে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না।

যদিও শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেছেন, মহাপরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করার এখতিয়ার তার নেই। তিনি দর্শকদের সামনে বলেন, “শিল্পকলার সচিব হিসেবে এটি হাতে নিয়েছি, তবে এখনো কোনো কর্মকর্তা বা কর্মচারী এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি।”

উল্লেখ্য, টানা ১৩ বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১২ আগস্ট তিনি পদ ছাড়েন। এরপর ১০ সেপ্টেম্বর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন জামিল আহমেদ।