ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

গাজায় মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে ইসরায়েল: ভলকার তুর্ক

গাজায় মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে ইসরায়েল: ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক অভিযোগ করেছেন যে, গাজার সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে। এছাড়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসও আন্তর্জাতিক আইন ভেঙেছে বলে তিনি উল্লেখ করেছেন।

তুর্ক বলেন, গাজায় ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যেভাবে আন্তর্জাতিক আইন ভেঙেছে, তার ভয়াবহতা কোনো কিছু দিয়েই আড়াল করা যাবে না। গাজা ও ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জেনেভায় মানবাধিকার কাউন্সিলে নতুন এক প্রতিবেদন দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এই প্রতিবেদনে হামাসের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়। তুর্ক বলেন, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামাস প্রজেক্টাইল ছুড়েছে, যা যুদ্ধাপরাধের শামিল

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় ১২০০ মানুষকে হত্যা এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করে বলে দাবি তেল আবিবের। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গত দেড় বছর ধরে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, যাতে প্রাণ হারিয়েছে অন্তত ৪৮ হাজার মানুষের, আহতের সংখ্যা ছাড়িয়েছে লাখের অধিক।

তুর্ক গাজা যুদ্ধে সব পক্ষের আইনের লঙ্ঘন স্বতন্ত্রভাবে খতিয়ে দেখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষ সহযোগিতা করবে না বলেও তুর্ক সন্দেহ পোষণ করেন। হামাস বা অন্যরা মানবাধিকার লঙ্ঘনকারীদের সাজা দেওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানা নেই তার।

তিনি জানান, সকল পক্ষের লঙ্ঘন তদন্ত করে দেখতে ইসরায়েল এবং তাদের দখলে থাকা এলাকায় প্রবেশে ওএইচসিএইচআর অনুরোধ করলেও তেল আবিবের কাছ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে সাড়া পাওয়া যায়নি।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

গাজায় মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে ইসরায়েল: ভলকার তুর্ক

প্রকাশিত: ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক অভিযোগ করেছেন যে, গাজার সামরিক অভিযানে ইসরায়েল মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে। এছাড়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসও আন্তর্জাতিক আইন ভেঙেছে বলে তিনি উল্লেখ করেছেন।

তুর্ক বলেন, গাজায় ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে যেভাবে আন্তর্জাতিক আইন ভেঙেছে, তার ভয়াবহতা কোনো কিছু দিয়েই আড়াল করা যাবে না। গাজা ও ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জেনেভায় মানবাধিকার কাউন্সিলে নতুন এক প্রতিবেদন দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এই প্রতিবেদনে হামাসের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়। তুর্ক বলেন, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামাস প্রজেক্টাইল ছুড়েছে, যা যুদ্ধাপরাধের শামিল

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে হামাস প্রায় ১২০০ মানুষকে হত্যা এবং ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করে বলে দাবি তেল আবিবের। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গত দেড় বছর ধরে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, যাতে প্রাণ হারিয়েছে অন্তত ৪৮ হাজার মানুষের, আহতের সংখ্যা ছাড়িয়েছে লাখের অধিক।

তুর্ক গাজা যুদ্ধে সব পক্ষের আইনের লঙ্ঘন স্বতন্ত্রভাবে খতিয়ে দেখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষ সহযোগিতা করবে না বলেও তুর্ক সন্দেহ পোষণ করেন। হামাস বা অন্যরা মানবাধিকার লঙ্ঘনকারীদের সাজা দেওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানা নেই তার।

তিনি জানান, সকল পক্ষের লঙ্ঘন তদন্ত করে দেখতে ইসরায়েল এবং তাদের দখলে থাকা এলাকায় প্রবেশে ওএইচসিএইচআর অনুরোধ করলেও তেল আবিবের কাছ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে সাড়া পাওয়া যায়নি।