নতুন দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম, যিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানা যায়। পদত্যাগের পর বিকাল ৩টা ৩৪ মিনিটে নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন এবং সেখানে নিজের পদত্যাগপত্র প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুলাই অভ্যুত্থানের শহিদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন কেবল সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয়। তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি- একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে। লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে।’
গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল যে, নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছেন যে, তিনি পদত্যাগের পর নতুন দলে যোগ দেবেন। আজ তাঁর পদত্যাগের মধ্যদিয়ে সে পথ অনেকটা সুগম হলো।
নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক এবং তাঁকে নতুন দলের আহ্বায়ক করা হতে পারে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।