খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা তার ক্যাম্পাসের বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং গেটে তালা লাগিয়ে দেয়। এ সময় উপাচার্য ও তার পরিবার বাসভবনে উপস্থিত ছিলেন না। উপাচার্য গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় গিয়েছিলেন এবং তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরাও আগে থেকেই ঢাকায় অবস্থান করছিলেন।
এর আগে শুক্রবার বিকেলে ক্যাম্পাসে ‘ছবিতে প্রতিবাদ, দাবি ঐক্য’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের উপর হামলার ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়। গত মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়ে আসছিল। পরে জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে উপাচার্য ও শিক্ষা বিষয়ক পরিচালকের পদত্যাগ না করায় শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এবং তাদের বর্জন করে। বৃহস্পতিবারও শিক্ষার্থীরা ক্যাম্পাসে লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে মিছিল ও সমাবেশ করে।
শিক্ষার্থীদের বিক্ষোভ ও তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।