ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা মার্কিন ভ্রমণ সতর্কতা নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় স্থগিত করলেন চেম্বার আদালত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬.৭০ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির নতুন বিজ্ঞপ্তি চবির সমাবর্তনের ১৮ হাজার সনদে নিজ হাতে স্বাক্ষর করছেন উপাচার্য উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক বৈষম্যবিরোধী আন্দোলন প্লাটফর্মের বিলুপ্তি চান সাধারণ শিক্ষার্থীরা টঙ্গীতে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মাস্কটে তৌহিদ-জয়শঙ্করের সাক্ষাৎ ; পারস্পরিক উদ্বেগের কথা একে অপরকে জানালঃ ঢাকা-দিল্লি

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই তৌহিদ হোসেন ও জয়শঙ্করের দ্বিতীয় সাক্ষাৎ। আলোচনায় উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো স্বীকার করে এবং সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে।

তৌহিদ হোসেন গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার গুরুত্ব তুলে ধরেন। তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং ভারত সরকারকে এই বিষয়ে বিবেচনার অনুরোধ করেন।

এদিকে, আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এই সম্মেলনে অংশ নেবে। জুলাই মাসে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এটিই প্রথম সীমান্ত সম্মেলন। তৌহিদ হোসেন ও জয়শঙ্করের সাক্ষাতে এই সম্মেলন প্রসঙ্গও উঠে আসে। উভয়পক্ষ আশা প্রকাশ করেন যে, এই বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি বিমসটেকের মতো আঞ্চলিক বিষয়ও আলোচিত হয়েছে।

জনপ্রিয়

গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

মাস্কটে তৌহিদ-জয়শঙ্করের সাক্ষাৎ ; পারস্পরিক উদ্বেগের কথা একে অপরকে জানালঃ ঢাকা-দিল্লি

প্রকাশিত: ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই তৌহিদ হোসেন ও জয়শঙ্করের দ্বিতীয় সাক্ষাৎ। আলোচনায় উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো স্বীকার করে এবং সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে।

তৌহিদ হোসেন গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার গুরুত্ব তুলে ধরেন। তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং ভারত সরকারকে এই বিষয়ে বিবেচনার অনুরোধ করেন।

এদিকে, আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এই সম্মেলনে অংশ নেবে। জুলাই মাসে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এটিই প্রথম সীমান্ত সম্মেলন। তৌহিদ হোসেন ও জয়শঙ্করের সাক্ষাতে এই সম্মেলন প্রসঙ্গও উঠে আসে। উভয়পক্ষ আশা প্রকাশ করেন যে, এই বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি বিমসটেকের মতো আঞ্চলিক বিষয়ও আলোচিত হয়েছে।