স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তে পরিণত করার পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাস্ক কান্ট্রিতে এক সমাবেশে অংশ নিয়ে বলেন, “কোনও রিয়েল এস্টেট কার্যক্রম গাজায় সাম্প্রতিক বছরগুলোতে যেসব মানবতাবিরোধী অপরাধ ঘটেছে, তা ঢাকতে পারবে না।” তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “স্পেন এ ধরনের পরিকল্পনার অনুমোদন দেবে না।”
এসময় সানচেজ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি গুরুত্বারোপ করেন, যাতে ফিলিস্তিনি ও ইসরাইলিরা শান্তি ও নিরাপত্তা সহকারে একত্রে বসবাস করতে পারে। তিনি বলেন, “ফিলিস্তিনিদের জন্য শান্তি এবং নিরাপত্তা স্থাপন করতে হবে।”
চলতি মাসের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পুনর্নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর পরিকল্পনা রয়েছে। তার প্রস্তাবে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার কথা বলা হয়েছে।
এছাড়া, সানচেজ মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন। তিনি ইউরোপীয় নেতাদের অতি-ডানপন্থি দলগুলোর প্রতি সহনশীলতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, “আন্তর্জাতিক অতি-ডানপন্থিরা ইউরোপকে ভেতর থেকে ধ্বংস করতে চায়।”
সানচেজ স্পেনের ডানপন্থি দলগুলোর সমালোচনা করে বলেন, “যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তখন স্পেন ও হাঙ্গেরির মতো দেশগুলো সেই সমালোচনা এড়িয়ে চলে।”