ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

মীরসরাইয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলি, আগুনে পুড়ল বসতঘর

মীরসরাই উপজেলার ফেনী নদীর তীরবর্তী করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড জয়পুর পূর্ব জোয়ার এলাকায় রাতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২ টা নাগাদ ফেনী নদীতে এই গোলাগুলির ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম জোয়ার ও জয়পুর পূর্ব জোয়ার অংশে প্রতিদিন অবৈধ বালু উত্তোলন চলছে। চর কাটা নিয়ে পশ্চিম জোয়ার এলাকায় গোলাগুলি হয় দুই পক্ষের মধ্যে। একপর্যায়ে একপক্ষের ধাওয়া খেয়ে একটি কাটার জয়পুর পূর্ব জোয়ার অংশে তুলে দেন এবং এলোপাথাড়ি রকেট ল্যান্সার ছুড়তে থাকেন।

 

প্রায় ৮-১০ টি রকেট ল্যান্সার ঐ গ্রামের বসতঘর, পুকুর ও রাস্তায় পড়ে। এতে সাইদুল ইসলাম বাপ্পীর বসতঘরে আগুন লাগে। পরবর্তীতে এলাকার লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে কাটারটি নদীতে ডুবিয়ে ফেলে।

 

এই বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার এসআই আরিফ হোসেন, বিষয়টি খোঁজখবর নিয়ে জানাচ্ছি।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, আমরা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

মীরসরাইয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলি, আগুনে পুড়ল বসতঘর

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

মীরসরাই উপজেলার ফেনী নদীর তীরবর্তী করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড জয়পুর পূর্ব জোয়ার এলাকায় রাতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২ টা নাগাদ ফেনী নদীতে এই গোলাগুলির ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম জোয়ার ও জয়পুর পূর্ব জোয়ার অংশে প্রতিদিন অবৈধ বালু উত্তোলন চলছে। চর কাটা নিয়ে পশ্চিম জোয়ার এলাকায় গোলাগুলি হয় দুই পক্ষের মধ্যে। একপর্যায়ে একপক্ষের ধাওয়া খেয়ে একটি কাটার জয়পুর পূর্ব জোয়ার অংশে তুলে দেন এবং এলোপাথাড়ি রকেট ল্যান্সার ছুড়তে থাকেন।

 

প্রায় ৮-১০ টি রকেট ল্যান্সার ঐ গ্রামের বসতঘর, পুকুর ও রাস্তায় পড়ে। এতে সাইদুল ইসলাম বাপ্পীর বসতঘরে আগুন লাগে। পরবর্তীতে এলাকার লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হয়। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে কাটারটি নদীতে ডুবিয়ে ফেলে।

 

এই বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার এসআই আরিফ হোসেন, বিষয়টি খোঁজখবর নিয়ে জানাচ্ছি।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, আমরা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।