ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

রাঙ্গুনিয়া উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম হাফেজ মোহাম্মদ ফুরকান (৪৫)। তিনি উপজেলার চন্দ্রঘোনা কালুগোট্টা এলাকার মো. হোসেনের ছেলে। আহতরা হলেন- সাতকানিয়া উপজেলার মো. পারভেজ এবং বাকী দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং একজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার এসআই আখতার হোসেন জানান, সিএনজিটি কাপ্তাইয়ের দিকে এবং চাঁদের গাড়িটি রোয়াজারহাটের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে চাঁদের গাড়িটি উল্টে সিএনজির ওপর পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চারজন আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

রাঙ্গুনিয়া উপজেলায় কাঠ বোঝাই চাঁদের গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম হাফেজ মোহাম্মদ ফুরকান (৪৫)। তিনি উপজেলার চন্দ্রঘোনা কালুগোট্টা এলাকার মো. হোসেনের ছেলে। আহতরা হলেন- সাতকানিয়া উপজেলার মো. পারভেজ এবং বাকী দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং একজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার এসআই আখতার হোসেন জানান, সিএনজিটি কাপ্তাইয়ের দিকে এবং চাঁদের গাড়িটি রোয়াজারহাটের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে চাঁদের গাড়িটি উল্টে সিএনজির ওপর পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চারজন আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।